নয়াদিল্লি: দুজনের ইচ্ছায় সম্পর্ক, সহবাস। কিন্তু সেই সম্পর্কের ইতি হলেই অনেক মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তোলে। যা নিয়ে হইচই সৃষ্টি হয়। কিন্তু এই সহবাস সংক্রান্ত মামলায় শনিবার বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানাল, স্বেচ্ছায় সহবাস হওয়ার পর সম্পর্ক তিক্ত হলেই ধর্ষণের অভিযোগ আনা যাবে না। আদালতের স্পষ্ট বক্তব্য, কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন, তাহলে পরে তিনি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না।
আরও পড়ুন: কীভাবে দূরে থাকা যাবে মাঙ্কিপক্স থেকে? রইল একগুচ্ছ পরামর্শ
রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে এক মহিলা এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, বছর চারেক আগে তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের একটি কন্যাসন্তানও হয়। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিলেও ওই যুবক তা পালন করেনি। প্রথমে রাজস্থান হাইকোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের এই মামলায় অভিযুক্তকে আগাম জামিন দেয়নি। এই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই ব্যক্তি।
সেই মামলার শুনানিতেই আজ শীর্ষ আদালত জানিয়েছে, অভিযোগকারী মহিলা স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তাই এখন সম্পর্ক ভেঙে যাওয়ায় এই অভিযোগ আসতে পারে না। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে এই পর্যবেক্ষণ কেবল মাত্র জামিনের শুনানির জন্য। এর আগেও সুপ্রিম কোর্ট ২০১৯ সালে একই রকম একটি মামলার প্রেক্ষিতে জানিয়েছিল, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে পুরুষসঙ্গী বিয়ে করতে না পারলে শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলা যাবে না। কারণ সেই সম্পর্ক দু’জনের সম্মতির জন্যই ছিল।