নয়াদিল্লি: গত ২৬ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেছেন বিচারপতি এনভি রামানা। তাঁর পর কে হবেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, সেই নিয়ে জল্পনা ছিল। তবে রামানাই একটি নাম সুপারিশ করেছিলেন। অবশেষে তিনিই দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি উদয় উমেশ ললিত।
আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি
রাষ্ট্রপতি ভবনে দেশের প্রধান বিচারপতি পদে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও ইউ ইউ ললিত বেশিদিন এই পদে থাকবেন না। আগামী নভেম্বরেই তাঁর অবসর নেওয়ার কথা। তারপর আসবেন অন্য কেউ। কিন্তু অল্প দিনেও ভালো কাজ করার অঙ্গীকার ইতিমধ্যেই করেছেন তিনি। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে বিবেচিত হন। আর রামানার পর ললিতই সবচেয়ে প্রবীণ। সেই প্রেক্ষিতেই তাঁর নাম সুপারিশ করেছিলেন এনভি রামানা।
১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন ইউইউ ললিত। ১৯৮৩ সাল থেকে আইনজীবী হিসেবে নিজের কাজ শুরু করেন তিনি। প্রায় দু’বছর বোম্বে হাইকোর্টে অনুশীলন সারার পর নয়াদিল্লি চলে আসেন তিনি এবং ২০০৪ সালের এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব সামলানো শুরু করেন। ২০১৪ সালে ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল।