প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল! আপনারটা হল না তো

প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল! আপনারটা হল না তো

নয়াদিল্লি: জালিয়াতি বাড়ছিল, বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম হচ্ছিল। তাই সবকিছুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাতিল করা হয়েছে প্রায় ৬ লক্ষ আধার নম্বর। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই।

আরও পড়ুন- জিওর পর রিলায়েন্স রিটেলের দায়িত্বও ছাড়ছেন মুকেশ আম্বানি, আসছে পরের প্রজন্ম

কেন্দ্র সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। তথ্য বলছে, এই সমস্ত আধার নম্বর নকল বা জাল এবং মূলত বিভিন্ন প্রকার দুর্নীতি করতেই ব্যবহার করা হত। তবে এত লক্ষ নম্বর বাতিল হওয়ায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষের চিন্তা বেড়েছে যে তাদের নম্বর না বাতিল। আপনার আধার কার্ড সুরক্ষিত আছে কি না, বুঝবেন কী ভাবে? সেও ব্যবস্থাও আছে, তাই চিন্তা করার কিছু হয়নি। ছোট্ট পদ্ধতিতে আপনি জেনে নিতে পারেন আপনার আধার নম্বর সঠিক বা বাতিল হল।

সবার প্রথমে আপনাকে যেতে হবে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে, ‘https://resident.uidai.gov.in/offlineaadhaar’। তারপর ‘আধার ভ্যারিফাই’ অপশন ক্লিক করে নিজের ১২ অঙ্কের আধার নম্বর বা ‘ভার্চুয়াল আইডি’ দিতে হবে। এরপর স্ক্রিনে আসা সুরক্ষা কোডটি মারতে হবে এবং একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নিতে হবে। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপিটি ওয়েবসাইটে লিখে দিন। এর পরেই যে পেজ খুলবে তাতেই বোঝা যাবে আপনার আধার নম্বর আসল না নকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + six =