অবৈধ নয় যৌনকর্ম! বিরাট রায় সুপ্রিম কোর্টের, পুলিশকে কড়া নির্দেশ

অবৈধ নয় যৌনকর্ম! বিরাট রায় সুপ্রিম কোর্টের, পুলিশকে কড়া নির্দেশ

dacede4ba5cfa23a2b85fc9f0a5d5e9a

নয়াদিল্লি: যৌনকর্ম কোনও অনৈতিক বা অবৈধ পেশা নয়, যৌনকর্ম আইনসম্মত। এদিন এমনই ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রেই পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে জানান হয়েছে, তারা এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের বিরুদ্ধে অযথা মামলা রুজু করতে বা তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না।

আরও পড়ুন- তিলোত্তমাকে দূষণ মুক্ত করতে হবে! ‘ডেডলাইন’ বানিয়ে ফেলল রাজ্য

শীর্ষ আদালত এদিন স্পষ্ট জানিয়েছে, যারা এই পেশায় নিজেদের ইচ্ছাতে আসছে তাদের কাজে অযাচিতভাবে পুলিশি হস্তক্ষেপ করা যাবে না। পাশাপাশি ফৌজদারি মামলা দায়েরের প্রবণতাতেও লাগাম টানতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত ছ’টি নির্দেশিকা জারি করেছে। তাতে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়াও আদালতের পুলিশকে স্পষ্ট নির্দেশ, যৌনপল্লিতে অভিযানের সময় যৌনকর্মীদের গ্রেফতার বা হেনস্থা করা যাবে না। একই সঙ্গে যৌনকর্মীদের পক্ষে আরও বেশি কয়েকটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছে, কোনও যৌনকর্মী যদি কোনও রকম অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান তাহলে তার অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং প্রয়োজন অনুসারে ব্যবস্থা করতে হবে। কিছুতেই তাকে বা তার অভিযোগকে তাচ্ছিল্য করা যাবে না। আবার মা যৌনকর্মী, শুধুমাত্র এই যুক্তি দিয়ে তার সন্তানকে তার থেকে সরিয়ে আনা যাবে না। পাশাপাশি কোনও যৌনকর্মী যদি তার ওপর হওয়া শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন, পুলিশকে সেটাও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে বলেও জানিয়েছেন আদালত। শীর্ষ আদালতের এই রায়ে স্পষ্ট যে, সাধারণ মানুষের থেকে যৌনকর্মীদের কোনও অংশ কম দেখছে না আইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *