তিলোত্তমাকে দূষণ মুক্ত করতে হবে! ‘ডেডলাইন’ বানিয়ে ফেলল রাজ্য

তিলোত্তমাকে দূষণ মুক্ত করতে হবে! ‘ডেডলাইন’ বানিয়ে ফেলল রাজ্য

কলকাতা: যেভাবে দিন দিন দূষণের হার বাড়ছে শহর জুড়ে তাতে উদ্বেগ আরও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রোগের বাড়বাড়ন্ত হবে এমন ভয় প্রতিনিয়ত গ্রাস করছে শহরবাসীকে। আবার যানজটের একটা সমস্যা তো আছেই। এই পরিস্থিতি কলকাতাকে দূষণ মুক্ত করার পরিকল্পনা নিয়ে নিল রাজ্য সরকার। নিজেদের মতো করে ‘ডেডলাইন’ বানিয়ে ফেলা হয়েছে। রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রক এই বিষয়ে উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন- সবাই সুবিধা পাচ্ছে? ‘কন্যাশ্রী’ নিয়ে নতুন উদ্যোগ নিল সরকার

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ২০৩০ সালের মধ্যে শহর কলকাতাকে দূষণ মুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য হুগলি জেলায় লজিস্টিক হাব তৈরি করা হচ্ছে। এই হাব তৈরি একমাত্র কারণ কলকাতায় আর কোনও বড় পণ্যবাহী গাড়ি ঢুকতে না দেওয়া। ফলে যানজট যেমন কমবে, ঠিক তেমনই কমবে বায়ুদূষণ। এই উদ্যোগের ব্যাপারে জানিয়েছেন খোদ রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু কী ভাবে এই কাজ করা হবে, তারও একটা আভাস দিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ জানিয়েছেন, লজিস্টিক হাবে ভিনরাজ্য থেকে আসা বিভিন্ন বড় পণ্যবাহী গাড়ি খালি করে ছোট ছোট গাড়িতে মাল ভরা হবে। তারপর সেগুলি চলে যাবে শহরের বড় বড় বাজারে। এতেই দূষণের পাশাপাশি যানজট কমবে।

একই সঙ্গে শহরে আগামী দিনে ইলেকট্রিক বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাস চলছে কলকাতার রাস্তায় আবার বেশ কয়েকটি বাসের উদ্বোধন করাও হয়েছে। তবে সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলে স্পষ্ট করেছে রাজ্য সরকার। বাসের পাশাপাশি রাজ্যে ইলেকট্রিক বাস তৈরির কারখানাও করা হবে বলে জানান হয়েছে। এই বাসের কারণেও দূষণ অনেক কম হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =