গ্রেফতার করতেই পারে ইডি, অর্থ তছরূপ মামলা ইস্যুতে ‘সুপ্রিম’ রায়

গ্রেফতার করতেই পারে ইডি, অর্থ তছরূপ মামলা ইস্যুতে ‘সুপ্রিম’ রায়

নয়াদিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। এই সংস্থাকে ছাড়পত্র দেওয়া নিয়ে অনেক মামলা দায়ের হয়েছিল। সেই সব মামলা খারিজ করে দিয়েছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আর্থিক তছরুপের মামলায় ইডি গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত বা তল্লাশি চালাতে পারবে। কেন্দ্রীয় সংস্থাকে ছাড়পত্র দিয়ে এই রায়ই দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার করতেই পারে ইডি।

আরও পড়ুন: প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল! আপনারটা হল না তো

পিএমএলএ আইনের আওতায় ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। তার বেশির ভাগই বুধবার খারিজ হয়ে গিয়েছে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে। মামলাকারীর বক্তব্য ছিল, ব্যক্তিকে গ্রেফতারির কারণ না জানিয়ে গ্রেফতার করা সাংবিধানিক নয়। কিন্তু আদালত এমনটা মনে করছে না। তাই সব আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ। যদিও বিগত অনেক বছরে ইডির তদন্ত এবং গ্রেফতারির ‘রেকর্ড’ যে খুব একটা ভাল নয়, তা সংসদে কেন্দ্রীয় সরকারের তথ্যেই প্রকাশ পেয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায়ে ইডি বড় জয় পেল বলে মনে করা হচ্ছে।

সংসদে কেন্দ্র জানিয়েছে, গত ১৭ বছরে (২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ) আর্থিক দুর্নীতির অভিযোগে মোট ৫ হাজার ৪২২ টি মামলা করেছে ইডি। এতগুলি মামলার মধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ২৩ জন! শুনতে অবাক লাগলেও এই তথ্যই দিচ্ছে কেন্দ্র। আরও জানান হয়েছে, গত ১০ বছরে আর্থিক তছরুপ বিরোধী আইনের (পিএমএলএ) আওতায় সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০২০-’২১ অর্থবর্ষে। মোট ১ লক্ষ ০৪ হাজার ৭০২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে ৯৯২ টি মামলায় চার্জশিট দাখিলে ওই ২৩ জন গ্রেফতার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =