গর্ভপাতের অধিকার পাবেন অবিবাহিত মহিলারাও, ‘বৈবাহিক ধর্ষণ’ বাস্তব, জানাল শীর্ষ আদালত

গর্ভপাতের অধিকার পাবেন অবিবাহিত মহিলারাও, ‘বৈবাহিক ধর্ষণ’ বাস্তব, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি: গর্ভপাত নিয়ে এক মামলার শুনানিতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আদালত জানাল, গর্ভপাত করাতে পারবেন অবিবাহিত মহিলারাও। একই সঙ্গে ‘বৈবাহিক ধর্ষণ’ও ধর্ষণের আওতায় পড়ে। বৃহস্পতিবার এমনই রায় দিয়ে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আদালতের বক্তব্য, গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত মহিলার ফারাক করা অসাংবিধানিক। সুরক্ষিত ও আইনি গর্ভপাত সব মহিলার অধিকার।

আরও পড়ুন – ৯ মাস পর নতুন CDS পেল ভারত, জানুন লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহানের সেনা জীবন

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিত মহিলারা সুরক্ষিত ও আইনি গর্ভপাত করাতে পারেন। এদিকে বিবাহিত মহিলারা যদি জোরপূর্বক যৌনমিলনের দ্বারা গর্ভবতী হন তাহলে তারাও এই অধিকার পাবে। আদালতের স্পষ্ট রায়, ধর্ষণ মানে সম্মতি ছাড়া যৌন মিলন। বিবাহিত মহিলারাও এর শিকার হতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিবাহিত মহিলারাও ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য হন। সেক্ষেত্রে গর্ভপাতের অধিকার থেকে তারা বঞ্চিত হতে পারেন না। এই রায় দেওয়ার ক্ষেত্রে ‘মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন’-এর প্রসঙ্গ উল্লেখ করে।

গর্ভপাত তো বটেই ‘বৈবাহিক ধর্ষণ’ নিয়ে আজকের সুপ্রিম কোর্টের যে রায় তাও যুগান্তকারী হিসেবেই ধরা হচ্ছে। আদালত জানিয়েছে, বিনা সম্মতিতে স্বামীর সঙ্গে যৌন মিলন করেও কোনও মহিলা গর্ভবতী হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সেই মহিলাও যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হিসেবে গণ্য হচ্ছে। তবে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হলেও এখনও পর্যন্ত ভারতে ‘বৈবাহিক ধর্ষণ’ আইনি অপরাধ হিসেবে গৃহীত নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =