ইতিহাসকে বিকৃত করছে বিজেপি! ‘পদ্ম’কে তুলোধনা করলেন সোনিয়া

ইতিহাসকে বিকৃত করছে বিজেপি! ‘পদ্ম’কে তুলোধনা করলেন সোনিয়া

নয়াদিল্লি: যে কোনও ইস্যু হোক, সাম্প্রতিক সময়ে বিজেপি অতীতের কংগ্রেস সরকারকেই আক্রমণ করেছে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে জ্বালানির দাম, বিদেশ নীতি থেকে শুরু করে আন্তরাজ্য সমন্বয়ে ব্যর্থতা, বিজেপি দুষেছে কংগ্রেসকেই। কথায় কথায় উঠে এসেছে নেহরুর নাম। এবার পদ্ম শিবিরকেই পাল্টা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বললেন, বিজেপি আসলে ইতিহাসকে বিকৃত করছে। ঘৃণা এবং কুসংস্কার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা।

আরও পড়ুন- কংগ্রেসের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম ঝালদায়, কালাদিবস পালনের ডাক

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল এদিন। সেখানেই বিজেপির রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিভাজন ও মেরুকরণের রাজনীতি করছে তারা, মানুষের মনের ভিতর ঘৃণা ঢুকিয়ে দিয়ে, কুসংস্কার ছড়িয়ে দিয়ে ইতিহাস বিকৃত করছে বিজেপি। মৈত্রী ও সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চাইছে তারা। তাই সোনিয়া আওয়াজ তোলেন যে, এই চেষ্টা বৃথা করতে হবে বিজেপির। দেশের যে বৈচিত্র্য, সংস্কৃতি রয়েছে, যা এত বছর ধরে টিকে আছে, সেটা টিকিয়ে রাখতে হবে বিজেপি সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে। এর পাশাপাশি ক্রমবর্ধমান বেকারত্ব এবং অর্থনীতির সমস্যাও যে মিলিতভাবে সমাধান করতে হবে তাও স্পষ্ট করে দেন কংগ্রেস সভানেত্রী।

অন্যদিকে, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে বলেও জোর দেন সোনিয়া গান্ধী। এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে ছাড়েননি তিনি। তাঁর কথায়, ইউক্রেন থেকে যারা এসেছে তাদের নিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, যা তারা নিচ্ছে না। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =