কংগ্রেসের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম ঝালদায়, কালাদিবস পালনের ডাক

কংগ্রেসের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম ঝালদায়, কালাদিবস পালনের ডাক

ঝালদা: ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে কংগ্রেসের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুলকালাম৷ কংগ্রেসের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে শুরু হয় ধ্বস্তাধস্তি৷  ত্রিশঙ্কু পুরসভা গঠনের প্রতিবাদে আগেই কালাদিবস পালনের ডাক দিয়েছিল কংগ্রেস৷ সেই মতো সকাল থেকেই কালো ব্যাজ পরে শুরু হয় প্রতিবাদ মিছিল৷ পুলিশের ব্যারিকেড ভেঙে দেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু৷ ঝালদা পুরসভার ভিতরেও তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি৷ একযোগে ভিতরে ও বাইরে শুরু হয় বিক্ষোভ৷ 

আরও পড়ুন- ফের ধাক্কা! SSC মামলা ফেরাল চতুর্থ ডিভিশন বেঞ্চ, ‘নিয়ম মানুন’ ভর্ৎসনা বিচারপতির

এদিন বেলা ১১টা নাগাদ তপন কান্দুর স্ত্রী সহ কংগ্রেসের নির্বাচিত চার কাউন্সিলর, কংগ্রেস কর্মী ও স্থানীয় বাসিন্দারা মিছিল করে পুরসভার উদ্দেশে রওনা দেন৷ ভিতরে বোর্ড গঠনের সময় তাঁরা বাইরে প্রতিবাদ জানাবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ কিন্ত, তাঁদের বাধা দিতে গেলে নেপাল মাহাতো সহ বাকি কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি শুরু হয়৷ ঝালদা পুরসভার ভিতরে ঢুকে তাণ্ডব শুরু করে কংগ্রেস কর্মীরা। চেয়ার ভাঙচুরের পাশাপাশি চলে স্লোগান-সাউটিং।

যদিও মিছিল আটকানোর জন্য পুরসভার সামনে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ৷ সেই ব্যারিকেড ভেঙে পুরসভার গেটের সামনে চলে আসে মিছিল৷ ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে৷ কংগ্রেসের অভিযোগ, পুলিশের মদতে বোর্ড গঠন করা হচ্ছে৷ খুন করে পুরবোর্ড গঠন হচ্ছে৷ সেই প্রতিবাদেই আজ কালা দিবসের ডাক দেয় কংগ্রেস৷ পরিস্থিতি সামল দিতে ঝালদা এসডিপিও’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে৷ 

১৩ মার্চ পুরুলিয়ার ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷  মঙ্গলবার থেকেই এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে সিবিআই। পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ‘‘মানুষ খুন করে বোর্ড গঠন করা হচ্ছে৷ ঝালদার মানুষ তা মেনে নেবে না। মঙ্গলবার গণতন্ত্রের কালাদিবস পালিত হবে ঝালদায়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরা কালো ব্যাজ পরে থাকব। ঝালদা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ হবে৷’’