ভাইয়ের রাগ ভাঙাতে ৪৩৪ মিটার দীর্ঘ চিঠি লিখলেন দিদি, গড়লেন রেকর্ড

ভাইয়ের রাগ ভাঙাতে ৪৩৪ মিটার দীর্ঘ চিঠি লিখলেন দিদি, গড়লেন রেকর্ড

কলকাতা:  ভাই-বোনের মান-অভিমানের প্রাচীর ভাঙল ৫ কেজি ওজনের চিঠিতে! হ্যাঁ, শুধু তাই নয় দীর্ঘ চিঠিতে গড়ল রেকর্ড৷ কিন্তু  কী ভাবে? বিষয়টা খুলে বলা যাক৷ 

আরও পড়ুন- প্রয়াত শিল্পপতি পালোনজি মিস্ত্রি, শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

মান-অভিমানের এই পর্বটা শুরু হয়েছিল  ‘বিশ্ব ভ্রাতৃ দিবস’-এ৷ কাজের ব্যস্ততায় ভাইকে শুভেচ্ছা জানাতে একেবারে ভুলে গিয়েছিলেন দিদি। সেই থেকেই জমেছিল অভিমানের পাহার৷ দিদির সঙ্গে একেবারে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন ভাই। অবশেষে ভাইয়ের মান ভাঙাতে ৫ কেজি ওজনের দীর্ঘ চিঠি লিখলেন দিদি!

 

অফিসের কাজকর্ম ছাড়া আজকাল চিঠিপত্রের ব্যবহার প্রায় নেই বললেই চলে। হাতের সামনে থাকা ল্যান্ড ফোনবা মুঠেফোন, হাজার রকম মেসেজিং অ্যাপেই বেশ চলছে কাজ৷ ছোট্ট ছোট্ট আঙুলের নড়াচড়ায় দূর থেকে দূরে পৌঁছে যায় মনের কথা৷ এই অ্যাপই এখন যোগাযোগের অন্যতম মাধ্যম। আজকের দিনে চিঠি মানে শুধুই নস্টালজিয়া। আর সেই নস্ট্যালজিয়াই আরও একবার ছুঁয়ে দেখলেন কৃষ্ণপ্রিয়া৷ 

কর্মসূত্রে দুই ভাইবোন থাকেন দু’জায়গায়৷ ভাই কৃষ্ণপ্রসাদের ঠিকানা এখন ইদুক্কির পেরমেদু। আর ২৮ বছরের দিদি কৃষ্ণপ্রিয়া থাকেন কেরলের তিরুবনন্তপুরমে। দুটি জায়গার ভৌগোলিক দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। দু’জনেই ব্যস্ত নিজেদের কর্মজগতে৷ পেশায় ইঞ্জিনিয়র দিদি কাজের চাপে ভাইকে শুভেচ্ছা জানানোর কথা বেমালুম ভুলে গিয়েছিলেন৷ কৃষ্ণপ্রিয়ার এই ভুলেই জমেছিল অভিমানের মেঘ৷ সেই অভিমান থেকেই দিদিকে হোয়াটসঅ্যাপে ব্লক পর্যন্ত করে দিয়েছিলেন কৃষ্ণপ্রসাদ৷ অবশেষে বরফ গলাতে কলম ধরলেন কৃষ্ণপ্রিয়া৷ ভাইয়ের উদ্দেশে ৪৩৪ মিটার দীর্ঘ একটি চিঠি লিখলেন তিনি। সেই চিঠির পরতে পরতে জড়িয়ে রয়েছে আবেগ, ভালোবাসা। কৃষ্ণপ্রিয়া জানান, ১২ ঘণ্টা ধরে এই চিঠিটি লিখেছেন তিনি৷ 

দিদির কাছ থেকে এমন আবেগ ভরা চিঠি পেয়ে আপ্লুত কৃষ্ণপ্রসাদও। গলেছে বরফ৷ ভেঙেছে অভিমানের প্রাচীর৷ তিনি জানিয়েছেন, দিদির উপর আর কোনও অভিমান নেই তাঁর। বরং এই চিঠিই আজীবন সর্বশ্রেষ্ঠ উপহার হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যুগে যখন সকলে সংক্ষেপে আলোচনা সারছে, তখন এই দীর্ঘ চিঠি সত্যিই আলাদা অর্থ বহন করে। এর আগে এত বড় চিঠি কেউ কাউকে লিখেছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম চিঠির শিরোপা পেয়ে পেতেই বিশ্ব রেকর্ডের জন্যেও আবেদন জানিয়েছেন কৃষ্ণপ্রিয়া।