প্রয়াত শিল্পপতি পালোনজি মিস্ত্রি, শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

প্রয়াত শিল্পপতি পালোনজি মিস্ত্রি, শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ৯৩ বছরে প্রয়াত শাপুরজি পালোনজি গ্রুপের চেয়ারম্যান পালোনজি মিস্ত্রি। ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন তিনি। মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- গ্যাংটকে ভয়াবহ ভূমিধস, ঘুমের মধ্যে সলিলসমাধি মাসহ দুই শিশুর

এদিন পালোনজি মিস্ত্রির মৃত্যুতে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ”শ্রী পালোনজি মিস্ত্রির প্রয়াণের খবরে আমি মর্মাহত। পৃথিবীর শিল্প ও বাণিজ্য জগতে অবিস্মরণীয় অবদান রেখেছেন তিনি। তাঁর পরিবার, বন্ধু ও অগুনতি শুভাকাঙ্খীদের আমি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।” উল্লেখ্য, ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত শাপুরজি পালোনজি গ্রুপের বর্তমান চেয়ারম্যান ছিলেন তিনি।

গুজরাটের এক পার্সি পরিবারে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন পালোনজি মিস্ত্রি। মাত্র ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে ১৮৬৫ সালে শাপুরজি পালোনজি গ্রুপের প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে সংস্থার ব্যবসা ছড়িয়ে রয়েছে বিশ্বের ৫০ টি দেশে। ২০১৬ সালে পালোনজি মিস্ত্রি দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত হন। আদতে তাঁর হাত ধরেই এই সংস্থা নিজের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পেরেছে। তাই পালোনজি মিস্ত্রির অবদান এই ক্ষেত্রে কতটা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৯ বিলিয়ন ডলার সম্পত্তি পরিবারের জন্য রেখে গিয়েছেন এই প্রবীণ শিল্পপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =