BREAKING: ইউক্রেনে নিহত দ্বিতীয় ভারতীয় পড়ুয়া

BREAKING: ইউক্রেনে নিহত দ্বিতীয় ভারতীয় পড়ুয়া

 কিয়েভ: নবীনের মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই ফের দুঃসংবাদ৷ ইউক্রেনে মৃত্যু হল দ্বিতীয় ভারতীয় পড়ুয়ার৷ পঞ্জাবের বার্নালা থেকে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন চন্দন জিন্দাল৷ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে এমার্জেন্সি হাপাতাল ভিন্নসিয়ায় ভর্তি হন তিনি৷ বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় ২২ বছরের ওই পড়ুয়ার৷ 

আরও পড়ুন- ফের কোভিড গ্রাফে হেরফের দেশে, কমল অ্যাকটিভ কেস

ইউক্রেন থেকে ছেলের মরদেহ ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন চন্দনের বাবা৷ এদিকে, মঙ্গলবার রুশ বোমার আঘাতে নিহত কর্ণাটকের ডাক্তারি পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগৌধরের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি৷ রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু  করার পরেই নিজেদের আকাশসীমায় যাত্রী পরিবহণ পরিষেবা বন্ধ করে দিয়েছে কিয়েভ৷ ফলত ইউক্রনের প্রতিবেশী দেশগুলির সহায়তা নিয়ে নিহত ছাত্রদের মরদেহ ফিরিয়ে আনতে হবে সরকারকে৷ অন্যান্য দেশের সীমান্ত ব্যবহার করে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে৷ 

 
গতকাল  ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের গভর্নর হাউসের সামনে বিস্ফোরণ ঘটায় রাশিয়া। সেই বিস্ফোরণেই মৃত্যু হয় ভারতীয়র ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগৌধরের। এই পড়ুয়া উত্তর কর্নাটকের বাসিন্দা এবং মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। এক দোকানের লাইনে দাঁড়িয়ে থাকার সময় দুর্ঘটনাটি ঘটে৷ মুহূর্তেই তাঁর সামনে আছড়ে পড়ে রুশ বোমা। তাঁর বন্ধুরা জানিয়েছেন, তাঁরা হোস্টেলে থাকতেন৷ কিন্তু নবীন গভর্নর হাউসের পিছনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। খাবার আনতে বেরিয়ে এই পরিণতি৷ এই হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে আচমকা কিছু একটি টুকরো পড়তেই বিরাট বিস্ফোরণ, চারিদিকে ধোঁয়া। বলতে বাধা নেই, ওটাই ছিল মিসাইল।