নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, তা আজ আরও বোঝা গেল। অনেক মাস পর আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে চলে এসেছে। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। গতকালের তুলনায় বাড়ছে আক্রান্ত-মৃত্যু।
আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘#তৃতীয় বিশ্বযুদ্ধ’
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২২৩ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৮০ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৭৩ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ হাজার ১২৩ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৭ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৯৭৭ ডোজ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৮ লক্ষ ৫৫ হাজার ৮৬২ ডোজ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা কমে হয়েছে ০.২২ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৩২ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ১৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯২ হাজার ২৬৭ জন।