তৃণমূলের জাতীয় মুখপাত্র গ্রেফতার, টুইট করে রাজনৈতিক হিংসার কথা বললেন ডেরেক

তৃণমূলের জাতীয় মুখপাত্র গ্রেফতার, টুইট করে রাজনৈতিক হিংসার কথা বললেন ডেরেক

জয়পুর: বিজেপির বিরুদ্ধে আবার রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি এদিন টুইট করে জানিয়েছেন যে, তৃণমূলের জাতীয় মুখপাত্র সাখেত গোখেলকে গ্রেফতার করা হয়েছে। ডেরেকের দাবি, তাঁকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। এমনকি সাংসদের এও বক্তব্য, সাখেতকে গ্রেফতার করার জন্য পুলিশ বিমানবন্দরেই অপেক্ষা করছিল।

আরও পড়ুন- সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়! শীতের মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি? কী বলছে হাওয়া অফিস

কিন্তু ঠিক কী কারণে এই গ্রেফতারি? ডেরেক টুইট বার্তায় জানিয়েছেন, সোমবার নয়াদিল্লি থেকে জয়পুরের বিমান ধরেছিল সাকেত। ও যখন নামে, তখন রাজস্থানের বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিশ এবং তাকে তুলে নেওয়া হয়। তাঁর দাবি, গুজরাটের মৌরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়া নিয়ে একটি টুইটের জেরে সাকেতকে গ্রেফতার করা হয়েছে। পরপর কয়েকটি টুইট করেছেন ডেরেক। তাতে তিনি জানিয়েছেন, রাত ২টোর সময় সাকেত তাঁর মাকে ফোন করে জানান, পুলিশ তাঁকে আমদাবাদ নিয়ে যাচ্ছে। তিনি মঙ্গলবার দুপুরে আমদাবাদ পৌঁছবেন। ডেরেক জানিয়েছেন, গ্রেফতার করার আগে সাকেতকে নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য এবং একটি ফোন কল করার জন্য দু’মিনিট সময় দিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি মোদী রাজ্যের মৌরবিতে মচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই ঘটনায় কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক উত্তেজনাও বাড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। এবার তৃণমূল কংগ্রেস বড় অভিযোগ আনল এই ঘটনার প্রেক্ষিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + one =