সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়! শীতের মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি? কী বলছে হাওয়া অফিস

সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়! শীতের মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি? কী বলছে হাওয়া অফিস

4eb1c56e001f9b5959789bea0a4eb1bf

কলকাতা: সবে শীত শীত আমেজ অনুভূত হচ্ছিল৷ কিন্তু, শীত জাঁকিয়ে বসার আগেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ যার জেরে ফের চড়তে পারে বাংলায় তাপমাত্রার পারদ৷ ফলে ডিসেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে শীত৷ 

আরও পড়ুন- শীঘ্রই বাংলায় আসছে বন্দে ভারত এক্সপ্রেস! কোন রুটে চালানো হবে? জানিয়ে দিলেন সাংসদ

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা মঙ্গলবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে৷ তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরীর মতো বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দক্ষিণের রাজ্যগুলিতে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মনদৌহ৷ এই নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি৷  

কিন্তু ‘মনদৌস’ শব্দের অর্থ কী? আরবি ভাষায় ‘মনদৌস’ শব্দের অর্থ ‘গয়নার বাক্স’। কিন্তু এই ‘গয়নার বাক্স’ খোলা হলে তা শুভ বার্তা বয়ে আনবে না বলেই আশঙ্কা আবহবিদদের।

 ৮ ডিসেম্বর ১৩টি জেলা এবং ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন৷ এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৭ ডিসেম্বর।

এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর না পরলেও পরোক্ষ প্রভাব পড়তে চলেছে৷ এই নিম্নচাপের জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যার জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও থাকবে বেশি৷ 

বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী৷ আপাতত নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারতীয় মৌসম ভবনের তরফে জাননো হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের দিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় আসার কোনও পূর্বাভাস নেই৷ 

এদিকে, ভারতীয় মৌসম ভবনের সিনিয়র বিজ্ঞানী আরকে জেনামানি জানিয়েছেন, আপাতত এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হওয়ার পরই বলা যাবে কোথায়, কখন আছড়ে পড়বে এটি৷ এর প্রভাবই বা কেমন হবে, সেটাও বলা যাবে৷ 

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় যা সামান্য বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গত কয়েক দিন ধরে ক্রমেই কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ চড়ছে। কবে শীত পড়বে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। তবে কনকনে শীতের আমেড পেতে এখনও বেশ খানিকটাক্ষণ অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে৷