বাংলা আর বসবাসযোগ্য নয়, রাষ্ট্রপতি শাসন চাই! কেঁদে ফেললেন রূপা

বাংলা আর বসবাসযোগ্য নয়, রাষ্ট্রপতি শাসন চাই! কেঁদে ফেললেন রূপা

নয়াদিল্লি: রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যসভায় কেঁদে ফেললেন বিজেপির সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই ইস্যু নিয়ে কথা বলতে উঠে একদিকে যেমন বাংলার সরকারের সমালোচনা করলেন তিনি, অন্যদিকে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন। এর আগে বঙ্গ বিজেপির তরফে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলাই হয়েছে। এবার রাজ্যসভায় সেই দাবি আরও একবার তুলে সকলের নজর ঘোরানোর চেষ্টা করলেন রূপা। তবে সেই দাবি তুলে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আরও পড়ুন- বগটুইয়ে নেই, দিল্লিতে দিলীপ, দলের নির্দেশ, নাকি নিজস্ব মর্জি?

এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে রূপা বলেন, ”আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। গণহত্যা চলছে সেখানে, মানুষ পালিয়ে যাচ্ছে ঘর-বাড়ি ছেড়ে। এই রাজ্য আর বসবাস করার যোগ্য নয়।” তিনি আরও বলেন, ”বাংলায় মানুষ কথা বলতে পারে না। সরকার খুনিদের আড়াল করে রাখছে, তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে। দেশে এমন কোনও রাজ্য নেই বাংলা ছাড়া যেখানে ভোটের পর মানুষ খুন করা হয়।” তাঁর স্পষ্ট কথা, পশ্চিমবঙ্গে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। এই কথা বলতে বলতেই রূপা গঙ্গোপাধ্যায় কান্নায় ভেঙে পড়েন। তবে আজই কলকাতা হাইকোর্ট বগটুইয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার গঠিত সিট আর তদন্ত করতে পারবে না বলে জানান হয়েছে।

বগটুই হত্যা-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে বগটুই-কাণ্ডে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলাকে একত্র করে শুক্রবার শুনানি হয় হাই কোর্টে। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট-এর কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা রামপুরহাটের ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতেই দেওয়া উচিত।।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *