লখনউ: পরনে হলুদ শাড়ি, চোখে সানগ্লাস ৷ হাসিমুখে হেঁটে যাচ্ছেন এক মহিলা। দু’হাতে ধরা ইভিএমের বাক্স। ২০১৯ সালে লোকসভা ভোটে এক পোলিং বুথের ওই ছবি রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়৷ সেনসেশন হয়ে ওঠেন উত্তর প্রদেশের রিনা দ্বিবেদী৷ মনে আছে তাঁকে? আরও একবার সোশ্যাল মিডিয়ায় চর্চায় তিনি৷ কিন্তু কেন? প্রশ্ন জাগতেই পারে৷ বলে রাখা ভালো উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে ফের পোলিং বুথে পোলিং অফিসার হয়ে পৌঁছে গিয়েছেন রিনা৷ তবে এবার আর শাড়িতে নয়৷ রং পোশাকে আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন করে আলোড়ন ফেলেছেন৷
আরও পড়ুন- ইউক্রেনে যুদ্ধের মেজাজ, ভারতীয়দের ফেরাতে উড়ল বিমান
এবার পোলিং বুথে আর শাড়ি পরে দেখা যায়নি রিনাকে৷ বরং তাঁকে দেখা গেল স্লিভলেস কালো টপ আর অফ হোয়াইট প্যান্টে৷ চোখে পরিচিত কালো চশমা৷ ডান হাতে ধরা ইভিএম বাক্স৷ কব্জিতে স্মার্ট ওয়াচ আর বাম হাতে মেরুন রংয়ের ব্যাগ৷ কানে ফোন৷ রিনা যখন লখনউয়ের বাস্তিয়ার গোঁসাইগঞ্জ বুথে ঢুকছিলেন, সেই সময় তাঁকে ক্যামেরাবন্দি করা হয়৷ লুক চেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে রিনা বলেন, ‘‘একটু পরিবর্তন হওয়া উচিত৷’’
উল্লেখ্য, ২০১৯ সালে হলুদ শাড়িতে ভোটের ডিউটিতে আসা পিডব্লিউডি অফিসার রিনার ছবিটি তুলেছিলেন তাঁর এক সহকর্মী৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হওয়ার পর রিয়্যালিটি শো বিগ বসে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি৷ বলে রাখা ভালো, লখনউয়ের বাসিন্দা পিডব্লিউডি বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছে রিনা দ্বিবেদী৷ প্রথম থেকেই ফিটনেস ও ডায়েট কনসাস তিনি৷ পাশাপাশি ভালোবাসেন ফটো সেশন করতে৷ নিজের পোশাক নিয়েও বেশ সচেতন।
লোকসভা ভোটে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, যে বুথে রিনা দায়িত্বে ছিলেন সেখানে প্রায় ১০০ শতাংশ ভোট হয়েছে। এই খবর শোনার পর রিনা বলেছিলেন, আমার কারণে এত ভোট পড়েছে কি না জানি না, তবে ভোটারদের উপস্থিতি ভালই ছিল। ৭০ শতাংশ ভোট পড়েছে ওই কেন্দ্রে। ইনস্টাগ্রামে ২ লক্ষ ফলোয়ার্স আছে রিনার৷ মাঝেমধ্যেই নিজের দৈনন্দিন জীবনের ছবি শেয়ার করে থাকেন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>