রাজ বব্বরের ২ বছরের কারাদণ্ড! কোন মামলায়, জেনে নিন

রাজ বব্বরের ২ বছরের কারাদণ্ড! কোন মামলায়, জেনে নিন

নয়াদিল্লি: তিনি একাধারে অভিনেতা, অন্যধারে কংগ্রেস নেতা। অভিনয় এবং রাজনীতি নিয়ে ছিলেন কিন্তু তাঁকে জেলের ঘানি টানতে হচ্ছে। কারণ ২ বছরের জন্য কারাদণ্ড হয়েছে রাজ বব্বরের। ২৬ বছরের পুরোনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেতা। লখনউ-এর বিশেষ আদালত আজ সেই মামলায় তাঁর বিপক্ষে রায় দিয়েছে। ঠিক কোন মামলায় এই সাজা পেলেন রাজ?

আরও পড়ুন- ইডি’র তল্লাশি শুরু, ভারত ছেড়ে পালাল ‘ভিভো’র দুই কর্তা

জানা গিয়েছে, এক সরকারি আধিকারিককে অপমান ও শারীরিক নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অপরাধে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। সেই সময় সমাজবাদী পার্টিতে ছিলেন রাজ বব্বর। তখন এক নির্বাচনের সময়ে লখনউয়ে এক বুথে ঢুকে পোলিং অফিসারকে নিগ্রহ, কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পোলিং এজেন্টের নাক ও গলায় এবং ঠোঁটে আঘাত করেন বব্বর ও তাঁর দলবল, এমন অভিযোগও করা হয়েছিল। ১৯৯৬ সালের সেই ঘটনায় এখন সাজা পেলেন রাজ। তবে শুধু ২ বছরের জেলই নয়, ৮ হাজার ৫০০ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে।

যদিও সেই সময় কী হয়েছিল তা পুরোপুরি মনে নেই বলে দাবি করেছেন কংগ্রেস নেতা-অভিনেতা রাজ বব্বর। তাঁর কথায়, বুথে কারচুপির অভিযোগ পেয়ে তিনি গিয়েছিলেন। কিছু একটা ঝামেলা সেখানে হয়েছিল। কিন্তু নির্বাচনী এজেন্ট বা বুথ অফিসারকে তিনি মারধর করেছেন, এমন অভিযোগ মানতে চাননি রাজ। তিনি অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =