ইডি’র তল্লাশি শুরু, ভারত ছেড়ে পালাল ‘ভিভো’র দুই কর্তা

ইডি’র তল্লাশি শুরু, ভারত ছেড়ে পালাল ‘ভিভো’র দুই কর্তা

নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি’র নজরে রয়েছে চিনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দিয়েছে আধিকারিকরা। আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় মামলা হয়েছে সংস্থার বিরুদ্ধে। এবার সূত্র মারফৎ জানা গেল, এই তল্লাশি অভিযানের মধ্যেই ভারত ছেড়ে পালিয়েছেন ভিভোর দুই অধিকর্তা ঝেনশেন ওউ এবং ঝ্যাং ঝাই। অবশ্যই এই ঘটনা এই ইস্যুকে আরও বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দিল।

আরও পড়ুন- ঠিকানা বদলে হাওড়ার ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন, হতে পারেন প্রার্থীও

ভারত এবং চিনের বর্তমান সম্পর্ক নিয়ে আলাদা কিছু বলার নেই। লাদাখ ইস্যুর পর থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তা সকলের জানা। এখনও পর্যন্ত এই ইস্যুতে ইতিবাচক কোনও অবস্থান হয়নি। এরই মাঝে চিনা সংস্থা নিয়ে এমন রিপোর্ট পরিস্থিতি আরও জটিল করছে। যদিও বেজিং সরকার জানিয়েছে, বিদেশে ব্যবসার ক্ষেত্রে সব চিনা সংস্থাকে যাবতীয় আইন এবং নিয়ম মেনে চলার পরামর্শ দেয় তারা। তাই এক্ষেত্রে তাদের আশা, ভারত সব নিয়ম মেনে এবং কোনও রকম বৈষম্য না করে ঘটনার তদন্ত করবে।

তবে শুধু ভিভো নয়, এর আগে অপ্পো, শাওমির মতো সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। মাস দুয়েক আগে শাওমির প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাছাড়া মোবাইল প্রস্তুতকারক সংস্থা অপ্পো মোবাইল কোম্পানি এবং তাদের বিক্রেতাদের ওপর অনুসন্ধান চালিয়েছিল আয়কর দফতর। গত বছর অগাস্ট মাসে চিনা সরকার নিয়ন্ত্রিত টেলিকম বিক্রেতা জেডটিই’র অফিসেও অভিযান চালায় আয়কর বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + nine =