‘বিকিনি হোক বা জিনস…’ হিজাব বিতর্কে সংবিধান তুলে তুলোধোনা প্রিয়াঙ্কার

‘বিকিনি হোক বা জিনস…’ হিজাব বিতর্কে সংবিধান তুলে তুলোধোনা প্রিয়াঙ্কার

62dea43b0dc1f79cf0918df8d83017dd

নয়াদিল্লি: হিজাব বিতর্কে উত্তাল গোটা দেশ৷ স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে আসার বিরোধিতায় গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় একদল পড়ুয়া। এই ইস্যুতে এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া৷ 

আরও পড়ুন- ‘জয় শ্রীরাম’-এর পাল্টা ‘আল্লাহু আকবর’ দিল মুসলিম ছাত্রী! হিজাব বিতর্ক অব্যাহত

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কর্নাটকের উদুপি জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করা হয়৷ তা নিয়ে বিস্তর বিতর্কও হয়৷ উদুপির দেখাদেখি আরও কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ হওয়ার পর এই বিতর্ক অন্য মাত্রায় পৌঁছয়৷ জল গড়ায় আদালতের দোরগোড়ায়৷ এই সিদ্ধান্তের পিছনে বিজেপি’র প্রচ্ছন্ন মদত রয়েছে বলেই দাবি বিরোধীদের৷ অভিযোগ, সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপি ভালো ফল করতে না পারায় সাম্প্রদায়িক মেরুকরণের রাস্তা বেছে নিয়েছে বিজেপি৷ 

এদিন টুইট করে প্রিয়াঙ্কা বলেন, ম‘‘হিলারা নিজেদের ইচ্ছে মতো পোশাক পড়তে পারে। তা সে বিকিনি হোক বা ওড়ানা, জিনস বা হিজাব৷ এটা তাঁদের সংবিধানিক অধিকার৷ মেয়েদের বিব্রত করা বন্ধ করুন৷’’ প্রিয়াঙ্কার এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কারণ সামনেই উত্তর প্রদেশের বিধানসভা ভোট৷ সেখানে কংগ্রেসের স্লোগান, ‘লড়কি হু লড় সকতি হু’৷ মেয়েদের ক্ষমতায়নকে সামনে রেখেই সে রাজ্যে ঝাঁপিয়েছে কংগ্রেস৷ 

কর্ণাটকের হিজাব কাণ্ড আন্তর্জাতিক মহলেও চার্চার বিষয় হয়ে উঠেছে৷ জাতীয় রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে এই ইস্যুটি। হিজাব নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আপাতত শুনানি স্থগিত রেখেছে কর্নাটক হাই কোর্ট৷ মুসলিম ছাত্রীরা সংবিধানের ১৫ ও ২৪ ধারার উল্লেখ করে বলেছেন, হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করার অর্থ মৌলিক অধিকারের প্রতি হস্তক্ষেপ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *