‘জয় শ্রীরাম’-এর পাল্টা ‘আল্লাহু আকবর’ দিল মুসলিম ছাত্রী! হিজাব বিতর্ক অব্যাহত

‘জয় শ্রীরাম’-এর পাল্টা ‘আল্লাহু আকবর’ দিল মুসলিম ছাত্রী! হিজাব বিতর্ক অব্যাহত

বেঙ্গালুরু: গত বছরের ডিসেম্বর মাস থেকে কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাবে পরে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিগত কয়েক দিনে এই ইস্যু একেবারে জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে এবং বিতর্ক আরও বেড়েছে কারণ আদালত পর্যন্ত গড়িয়েছে জল। নাগাড়ে একাধিক ঘটনা ঘটছে যেখানে হিজাব পরা মুসলিম ছাত্রীদের দেখলেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলা হচ্ছে। এবার কার্যত তার পাল্টা দিল এক মুসলিম ছাত্রী। ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতায় সে বলল, ‘আল্লাহু আকবর’। সেই ভিডিও এখন ভাইরাল।

আরও পড়ুন- আবাসনের হ্যান্ডসম, মিশুকে ছেলেটাই জঙ্গি! তাজ্জব বাসিন্দারা

এদিন উডুপির মহাত্মা গান্ধী কলেজে মুখোমুখি হয় ‘গেরুয়া পক্ষ’ এবং হিজাব পরিহিত ছাত্রীরা। সেই নিয়েই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, হিজাব পরিহিত এক ছাত্রীকে দেখে বাকিরা তারস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে। ছাত্রী ক্লাসের দিকে যত এগোচ্ছে, ততই বাড়ছে তাদের আওয়াজ। মেয়েটির খুব কাছে এসে ক্রমাগত স্লোগান দিতে থাকে ছাত্রদের দলটি। অবশেষে আর সহ্য করতে না পেরে পাল্টা তাদের দেখে ‘আল্লাহু আকবর’ চিৎকার করতে শুরু করে সে। বেশিক্ষণ সময় হয়নি তার মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে চলে আসে এবং ওই ছাত্রীকে ক্লাসে নিয়ে যাওয়া হয়। ছাত্রী জানিয়েছে, তাকে প্রথমে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছিল না। বলা হচ্ছিল বোরখা বা হিজাব পরে থাকলে সে কলেজে ঢুকতে পারবে না।

এই ঘটনায় আরও বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ, ওই ‘গেরুয়া পক্ষ’দের বিরুদ্ধে অভিযোগ যে তারা কলেজ চত্বরে দেশের পতাকা খুলে গেরুয়া পতাকা লাগানোর চেষ্টা করছিল! তাদের বিরুদ্ধে আবার সুর চড়িয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মুসলিম ছাত্রীটিকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে, সেটিকে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লেখেন, ‘ভেরিয়া’। এ যেন আবার আগুনে ঘি দেওয়ার মতো ঘটনা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 11 =