নয়াদিল্লি: লড়াই এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার। সোমবার হয়ে গেল দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শান্তিপূর্ণই হয়েছে। আর সংসদে ভোট পড়েছে ৯৮.০৯ শতাংশ। রাষ্ট্রপতি ভোটের গণনা কবে আগামী ২১ জুলাই এবং ২৫ জুলাই দেশের নতুন এবং ১৫ তম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে।
আরও পড়ুন- বাঁশদ্রোণীতে উঠতি মডেলের রহস্যমৃত্যু, কেন প্রাণ গেল পূজার? তদন্তে পুলিশ
নিয়ম অনুসারে, দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদের ভোটের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাজ্যসভার মত খোলা ব্যালট নয়, বন্ধ এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া হয়। সংসদের উভয় কক্ষে মোট ৭৭৬ জন সাংসদ রয়েছেন। তাই প্রতিটি সাংসদের ভোটের মূল্য দাঁড়ায় ৫.৪৩ লক্ষ ভাগ ৭৭৬। যার ফলাফল হয় ৭০০। বিধানসভা এবং সংসদের দুটি কক্ষ মিলিয়ে মোট ভোটের পরিমাণ দাঁড়ায় ১০.৮৬ লক্ষ। যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই বিজয়ী ঘোষিত হন। এখন এটাই দেখার এই দু’জনের মধ্যে কে রাইসিনা হিলসের কুর্সিতে বসেন।
যদিও এবারের ভোট নিয়ে আগেই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। তাঁর অভিযোগ ছিল, রাষ্ট্রপতি ভোটেও টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপতি ভোটে গোপন ব্যালটের ব্যবস্থা থাকে, যাতে ভোটদানকারীদের নিজেদের মত প্রকাশ করতে কোনও অসুবিধা না হয়৷ কিন্তু, এর মধ্যেও অর্থের খেলা চলেছে। দল ভাঙানোর চেষ্টা করা হয়েছে। তবে অনেকের মতে, এনডিএ প্রার্থীর থেকে শুরু থেকেই কিছুটা পিছিয়ে ছিলেন যশবন্ত সিনহা। এখন ফলাফল কী হয় সেটাই দেখার।