মুম্বই: ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ সকাল ৮ টা ১২ মিনিট নাগাদ তিনি চলে যান সুরলোকে। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন অনেকে। এখন লতার মরদেহ শায়িত রয়েছে তাঁর বাসভবনে। সেখানে তাঁকে দেখতে যান অমিতাভ বচ্চন। তিনি ছাড়াও তাঁকে দেখতে গিয়েছিলেন শচীন তেণ্ডুলকর, জাভেদ আখতার, অনুপম খের, শ্রদ্ধা কাপুর সহ আরও অনেকে। বিকেলে লতার শেষকৃত্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- প্রবল হাওয়ার জেরেই বন্ধ রাখা হয় নেতাজির হলোগ্রাম,বিতর্কের মাঝে সাফাই সংস্কৃতি মন্ত্রকের
বিজেপি সূত্রে খবর, রবিবার গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সমাবেশ করার কথা ছিল। কিন্তু সকালেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর এসেছে। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকেই আজ প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল করা হয়েছে। আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য গোয়া বিজেপির ইস্তেহার প্রকাশ করার কথা ছিল আজ। কিন্তু তাও এদিন হচ্ছে না বলেই স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিকেল ৫.৩০ থেকে ৬.০০ টার মধ্যেই মুম্বই পৌঁছবেন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যোগ দিতে।
এদিন সকালেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি এই খবর শুনে কার্যত নির্বাক। দয়ালু এবং যত্নশীল লতা দি তাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন পথিকৃৎ হিসেবে মনে রাখবে যিনি সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখতেন। মোদী এও জানান, তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের যেটুকু আলাপ এবং কথাবার্তা ছিল তা তিনি চির জীবন মনে রাখবেন। তিনি সব সময় উন্নততর এবং শক্তিশালী দেশ দেখতে চাইতেন।