নয়াদিল্লি: ১১ দিন ধরে যুদ্ধ চলছে, তার মধ্যে হালে ৩ বার বিরতি ঘোষণা করেছে রাশিয়া। কিন্তু পরিস্থিতি এখন সঙ্কটজনক। বরং আগামী দিনে আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে আজ ইউক্রেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বহু নাগরিক এখন সেখানে আটকে। তাই দুই দেশের সহায়তা পাওয়া যাবে কিনা তা অনেকটা নির্ভর করছিল আজকের ফোনের ওপর। তাহলে কী কথা হল তাদের মধ্যে?
আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় ৩৫ মিনিট ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন যে, ভারতের সহায়তার জন্য ইউক্রেন কৃতজ্ঞ। তিনি টুইট করে লিখেছেন, ”ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালাম যে কীভাবে রাশিয়ার আগ্রাসনকে প্রতিহত করছে ইউক্রেন। যুদ্ধের সময় ভারতীয় নাগরিকরা যে সাহায্য ইউক্রেন থেকে পেয়েছেন, তার প্রশংসা করেন তিনি। ইউক্রেনবাসীদের যেভাবে সহায়তা করছে ভারত তাতেও কৃতজ্ঞ।” পাশাপাশি তিনি এও জানান, আলোচনার মাধ্যমে ইউক্রেন সংঘাত শেষ করতে চায়, তারও প্রশংসা করেছে ভারত।
এদিকে জানা গিয়েছে, রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে মোদীর প্রায় ৫০ মিনিট কথা হয়েছে আজ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন পুতিন। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা নিয়েও পুতিন আশ্বাসবাণী দেন বলে সরকারি সূত্রে খবর। একই সঙ্গে নরেন্দ্র মোদী দুই দেশের রাষ্ট্রনেতার প্রশংসা করেছেন বলে জানান হয়েছে কারণ তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। আজ ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে যুদ্ধবিরতি জারি করা হয়েছে৷ যুদ্ধে আটকে পড়া সাধারণ নাগরিকদের বার করে আনতেই তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো৷ ইউক্রেনে আটকে পড়াদের ‘সেফ প্যাসেজ’ দিতেই এই যুদ্ধ বিরতি বলে দাবি৷ মারিপুল এবং সুমি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।