বাংলার সাংসদদের হঠাৎ বাসভবনে আমন্ত্রণ করলেন মোদী, ব্যাপার কী

বাংলার সাংসদদের হঠাৎ বাসভবনে আমন্ত্রণ করলেন মোদী, ব্যাপার কী

নয়াদিল্লি: বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার সরব হচ্ছে বিজেপি। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু হয়েছিল, এখন রামপুরহাট কাণ্ড, আজ বিধানসভায় ধুন্ধুমার, সব ইস্যু নিয়ে তোলপাড় অবস্থা। বিরাট চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে বাংলার বিজেপি সাংসদদের নিজের বাসভবনে ডেকে পাঠালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার তাঁর বাসভবনে যাওয়ার কথা বাংলার বিজেপি সাংসদদের।

আরও পড়ুন- বিধানসভার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা, দিলেন এফআইআর-এর নির্দেশ

জানা গিয়েছে, আগামী বুধবার সকাল ৮ টা নাগাদ বঙ্গ বিজেপি সাংসদদের ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সকলের সঙ্গে প্রাতরাশ করার কথা রয়েছে তাঁর। তবে ঠিক কোন বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করবেন তিনি, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছে, বাংলার বর্তমান পরিস্থিতি নিয়েই কথা হবে তাদের সকলের মধ্যে। আগেই রামপুরহাট কাণ্ড নিয়ে সরব হতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এখন তাঁর বাসভবনে গিয়ে এই ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ হাতছাড়া নিশ্চয়ই করতে চাইবে না বিজেপি শিবির। উল্লেখ্য, বগটুই কাণ্ডে এখনও পর্যন্ত প্রায় গিয়েছে ৯ জনের। আজই একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

এদিকে আজ নজিরবিহীন ঘটনা ঘটেছে বিধানসভায়। অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা৷ এই ঘটনায় আহত হয়েছেন একাধিক বিধায়ক। দল নির্বিশেষে তারা হাসপাতালে ছুটেছেন। জানা গিয়েছে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। তাঁর নাক ফেটে গিয়েছে। অভিযোগ, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁকে ঘুষি মেরেছিলেন। বিজেপি বিধায়করাও হাসপাতালে গিয়েছিলেন। তবে তাদের কারোর ভর্তি হওয়ার দরকার পড়েনি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *