কটক: ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে বাংলার পড়শি রাজ্য ওড়িশায়। সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করে গুলি চালানো হয়েছে। গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। জানা গিয়েছে, একটা বা দুটো নয়, পরপর চার-পাঁচটা গুলি চালানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে। গুলি তাঁর বুকে লেগেছে বলে খবর। আপাতত তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মন্ত্রীর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।
আরও পড়ুন- দিল্লিতে গিয়ে বাঙালি স্কুলে রাজ্যপাল, কেন গেলেন জানেন?
পুলিশ সূত্রে খবর, ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এই কাণ্ড ঘটেছে। রবিবার সকালে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাশ। গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জানান হয়েছে, গুলি করার সময় পুলিশের উর্দিতেই ছিলেন ছিলেন ওই সাব-ইনস্পেক্টর। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে আলোচনার শেষ নেই। যদিও অনেকেই ভাবছে এই ঘটনা পূর্বপরিকল্পিত।
বিষয় হল, রবিবারের ওই কর্মসূচিতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর জন্য যে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল তার ওপর নজর রাখার দায়িত্ব ছিল এই পুলিশ অফিসারেরই। এক্ষেত্রে তাই রক্ষকই ভক্ষককে পরিণত হয়েছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।