ব্রেকিং: কাউকে জোর করে কোভিড টিকা নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্রেকিং: কাউকে জোর করে কোভিড টিকা নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কাউকে করোনার টিকা নিতে জোড় করা যাবে না৷ এক নির্দেশে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেই সঙ্গে কেন্দ্রকে শীর্ষ আদালতের নির্দেশ, করোনার ভ্যাকসিন নিলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে, মানব শরীরে তার কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে৷ যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের জনসাধারণের জায়গায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে৷  বর্তমান পরিস্থিতিতে সেই বিধি নিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট৷ তবে বর্তমান কেন্দ্রের যে ভ্যাকসিন নীতি রয়েছে, তা একেবারেই অযৌক্তিক বলা যায় না৷ মত সুপ্রিম কোর্টের৷ তবে করোনা দমনে সরকার চাইলে বৃহত্তর স্বার্থে শর্ত বা বিধি নিষেধ আরোপ করতে পারবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত৷ 

এদিন আদালত আরও জানায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য জোর করা যায় না৷ সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, কেন্দ্র সমানভাবে ভ্যাকসিন বণ্টন করেনি৷ প্রসঙ্গত, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ও পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত তথ্য প্রকাশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ড. জেকব পুলিয়েল৷ সোমবার বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপি বিআর গাভাইয়ের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি৷   

আরও পড়ুন- ঘুরবে খেলা, নিজের রাজনৈতিক দল আনতে চলেছেন প্রশান্ত কিশোর! আজই ঘোষণা

এ প্রসঙ্গে ডা. দীপ্তেন্দ্র সরকার বলেন, সর্বোচ্চ আদালত যে নির্দেশ দেবে সেটা আমাদের মেনে চলতে হবে৷ কাউকে জোর জবরদস্তি করে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তেমন কোনও ঘটনার কথা কানে আসেনি৷ তবে বিভিন্ন অফিস বা কার্যক্ষেত্রে বারেবারে ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে৷ একদিকে রয়েছে ব্যক্তি স্বাধীনতা, অন্যদিকে রয়েছে সামাজিক কর্তব্য৷ ব্যক্তি স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই মারাত্মক গুরুত্বপূর্ণ সামাজিক কর্তব্য৷ বিশেষ করে একটি অতিমারীর দাবানলের মধ্যে দিয়ে যখন গত দু’ বছর ধরে হেঁটেছেন৷ ব্যক্তি স্বাধীনতার কথা মাথায় রাখার পাশাপাশি এটাও মনে রাখতে হবে তিনি একজন সমাজিক মানুষ এবং সমাজের প্রতি তাঁর কিছু কর্তব্য রয়েছে৷ ডা. সরকার আরও বলেন, ভ্যাকসিন-এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য কিন্তু কেন্দ্রের সাইড এফেক্ট মনিটরিং প্রতিটি রাজ্যে জেলাস্তরে রয়েছে৷ তাঁ কথায়, ভ্যাকসিন না নিলে মৃত্যু হার যে ১২ থেকে ১৪ শতাংশ বেড়ে যেবে সেটাও আমাদের মনে রাখতে হবে৷ সবশেষে তিনি নিজে ভ্যাকসিনপন্থী বলেই জানিয়েছেন ডা. সরকার৷