নয়াদিল্লি: রাজনৈতিক মহলে তিনি পরিচিত ভোট কুশলী হিসাবে৷ বিভিন্ন রাজনৈতিক দলের হাল নিজের হাতে ধরে এনে দিয়েছেন জয়ের স্বাদ৷ তাঁর পরামর্শ মেনেই ২০১৪-য় বাজিমাত করেছিল বিজেপি৷ এর পর যে যে দলের হয়ে তিনি কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই ধরা দিয়েছে সাফল্য৷ একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা৷ কিন্তু এবার আর অন্য দলের হাল নয়, নিজের দল ঘোষণা করতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এমনই জল্পনা রাজনৈতিক মহলে৷ কানাঘুষো, সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন দল ঘোষণা করতে পারেন প্রশান্ত কিশোর৷ শুরুটা করবেন তাঁর নিজের রাজ্য বিহার থেকেই। সোমবার টুইটে মিলেছে স্পষ্ট ইঙ্গিত৷
আরও পড়ুন- মোহালি থেকে গ্রেফতার পাতিয়ালা হিংসার মাস্টারমাইন্ড
পিকে লিখেছেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার অন্বেষণ গত ১০ বছর ধরে চলল। এ বার সময় এসেছে সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে পৌঁছনোর।’’ তাঁর কথায়, ‘‘গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় উপস্থিত।’ পিকে’র এই টুইট দেখার পরই রাজনীতির কারবারিদের ধারণা, স্বতন্ত্র রাজনৈতিক দল গড়ে সংসদীয় রাজনীতির ময়দানে নতুন করে ঝাঁপাবেন ভোট কুশলী৷
এখনও পর্যন্ত সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা না করলেও, পিকে’র টুইটেই একটি নাম উঠে এসেছে৷ ‘জন সূরয’। যার বাংলা তর্জমা করলে হয়, ‘জনতার সূর্য’। অনেকেরই অনুমান পিকে হয়তে ‘জন সূরয’ বলতে বোঝাতে চেয়েছেন, ‘পিপলস্ গুড গভর্ন্যান্স’ অর্থাৎ মানুষের সুশাসন। শেষে হিন্দিতে আরও তিনটি শব্দ জুড়েছেন তিনি৷ সেটি হল- ‘শুরুয়াৎ বিহার সে’। অর্থাৎ বিহার থেকেই যে তাঁর যাত্রা শুরু হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>