উদ্ধার ১২০০ কোটি টাকার মাদক, যৌথ অভিযানে সাফল্য নৌসেনা-এনসিবি’র

উদ্ধার ১২০০ কোটি টাকার মাদক, যৌথ অভিযানে সাফল্য নৌসেনা-এনসিবি’র

মুম্বই: পাকিস্তান থেকে আসছে প্রায় ১২০০ কোটি টাকার মাদক। এমন খবর আগে থেকেই পেয়েছিল ভারতীয় নৌসেনা এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই মতো তারা যৌথ অভিযান চালায়। এরপর মাঝ সমুদ্রে থাকা এক নৌকা থেকে উদ্ধার হয় ২০০ কেজি মাদক, যার বাজার মূল্য ওই ১২০০ কোটি টাকা। এই ঘটনায় ইরানের ছয় নাগরিককে গ্রেফতার করেছে নৌসেনা এবং এনসিবি’র আধিকারিকরা।

আরও পড়ুন – ৯ মাস পর নতুন CDS পেল ভারত, জানুন লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহানের সেনা জীবন

জানা গিয়েছে, পাকিস্তান থেকে আসা ওই মাদক আফগানিস্তানে তৈরি হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল সেটি। যে নৌকা থেকে মাদক উদ্ধার হয়েছে তাও ইরানি। সূত্র মারফৎ জানা গিয়েছে, ইরানের নাগরিকরা মাদকের প্যাকেটগুলি শ্রীলঙ্কার একটি নৌকায় চালান করার পরিকল্পনা করছিল। মতলব ছিল, শ্রীলঙ্কা থেকে পরে সঠিক সময়ে সেগুলি ভারতে পাচার করা হবে। কিন্তু ভারতীয় নৌসেনা এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে সব পরিকল্পনা জলে গিয়েছে। যদিও সমুদ্র থেকে শ্রীলঙ্কার কোনও নৌকা পাওয়া যায়নি।

এও জানা গিয়েছে, তদন্ত আধিকারিকদের দেখে প্রথমে সব মাদকের প্যাকেট জলে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেছিল মাদক কারবারিরা। কিন্তু এতে ব্যর্থ হয় তারা। অভিযুক্তরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করার আগেই তাদের ধরে ফেলে নৌসেনা, এনসিবি’র আধিকারিকরা। মাদক-সহ অভিযুক্তদের কেরলের কোচিতে নিয়ে আসা হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *