আচমকা ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি! কোন কারণ পিছনে

আচমকা ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি! কোন কারণ পিছনে

8cb9ec47bcae9f9aa2af6833d0fe51ba

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তেমন আর জল্পনা নেই। এনডিএ পদপ্রার্থী রাষ্ট্রপতি হতে চলেছেন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তবে এবার জল্পনা উপরাষ্ট্রপতি পদ নিয়ে। তা নিয়েও কৌতূহল শেষ নেই এরই মাঝে আচমকা নিজের পদ থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তাহলে কি তিনিই সরকারের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী? প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন- বলরাম-সুভদ্রার রথের চাকায় ফাটলে ‘অমঙ্গল’-এর ইঙ্গিত! ধ্বংসের পথে পৃথিবী?

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের দাবি। তাই এখন অনেকের ধারণা তিনি বিজেপির টিকিটে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন। তবে শুধু নকভি নন, তাঁর সঙ্গে ইস্তফা দিয়েছেন সদ্য জেডিইউ থেকে বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী আরসিপি সিংও। জানা গিয়েছে, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে এই দুই মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তারপরই শোনা যায় মুখতার নকভির ইস্তফার কথা।

রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ণয়ের ব্যাপারে বড় চমক দিয়েছে বিজেপি। নির্বাচন হওয়ার আগেই তারা অনেকটাই এগিয়ে গিয়েছে। আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে সেই পদে ভাবার পর অনেকেই ভাবছিলেন উপরাষ্ট্রপতি পদে সংখ্যালঘু মুখ চাইছে গেরুয়া শিবির। সেই থেকেই মুখতার আব্বাসের নাম ঘোরাফেরা করছিল। আজ সেই কৌতূহল যেন আরও বেড়ে গেল। তবে অন্য সূত্রের খবর, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *