নয়াদিল্লি: বেশ কিছু দিন ধরেই গোয়েন্দাদের কাছে খবর আসছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জঙ্গিদের নিশানায় রয়েছেন। সেই মতো প্রস্তুতি নিচ্ছিল তারা। সর্বদা সব রকমের প্রচেষ্টা করা হচ্ছিল যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাঁর সঙ্গে। কিন্তু যা ঘটার তাই হতে যাচ্ছিল হয়তো, তবে দিল্লি পুলিশ সময় মতো পদক্ষেপ নেয়। অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল এক ব্যক্তি, যাকে ধরে ফেলে দিল্লি পুলিশ। কিন্তু ধৃতের চাঞ্চল্যকর দাবি, তিনি ‘চিপ’ দ্বারা নিয়ন্ত্রিত।
আরও পড়ুন- গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে CBI দফতরে দেব, চলছে জিজ্ঞাসাবাদ
দিল্লি পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তি ধরা পড়েছে সে বেঙ্গালুরুর বাসিন্দা। ধরা পড়ার পর সে আপন মনে বকে যাচ্ছিল। কী কথা বলছে তার সবকিছু বোঝা সম্ভব হচ্ছিল না। কিন্তু কথা বলতে বলতেই সে হঠাৎ দাবি করে যে, তার শরীরে ‘চিপ’ লাগানো রয়েছে এবং তাকে কেউ বাইরে থেকে পরিচালিত করছে! এই দাবি শুনে প্রথমে হকচকিয়ে যায় পুলিশ। পরে তারা ওই ধৃত ব্যক্তির এমআরআই করায়। কিন্তু পুলিশের দাবি, রিপোর্টে কোনও রকম ‘চিপ’ বা অন্য কিছুই পাওয়া যায়নি। তাহলে কি পুরোটাই ভুয়ো দাবি করছে ওই ব্যক্তি, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে এর পিছনে, তার তদন্ত ইতিমধ্যেই চলছে। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তিকে কোনও জঙ্গি গোষ্ঠী পরিচালনা করছে এবং হতে পারে কোনও বিশেষ কাজ করাতেই তাকে পাঠানো হয়েছিল।
জানা গিয়েছে, আপাতত ওই ব্যক্তিকে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা জিজ্ঞাসাবাদ করছে। ওই ব্যক্তি হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে ঢুকতেই বা যাচ্ছিল কেন, এর পিছনে কী মতলব রয়েছে তাই জানার চেষ্টা করছে তারা। মনে করা হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে ওই ব্যক্তির কাছে থেকে। উল্লেখ্য, গত বছরেই এক জইশ জঙ্গির কাছ থেকে ডোভালের অফিসের রেকি করার ভিডিয়ো পাওয়া গিয়েছিল।