‘উনি নামেই যোগী, আসলে ভোগী’, আদিত্যনাথকে চাঁচাছোলা আক্রমণ মমতার

‘উনি নামেই যোগী, আসলে ভোগী’, আদিত্যনাথকে চাঁচাছোলা আক্রমণ মমতার

বারাণসী: মোদী গড়ে দাঁড়িয়ে বিজেপি’কে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে৷ মমতার হুঙ্কার, আমার সঙ্গে বেশি গুণ্ডামী করার চেষ্টা করবেন না যোগীজি৷ বিদায়ী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বললেন, ‘‘আপনি দেখান আপনি বড় সাধু৷ কিন্তু সাধুদের প্রতি মানুষের একটা সম্মান থাকে৷ আপনি সাধুদের অসম্মান করছেন৷ সাধুদের নাম খারাপ করছেন। উনি নামে যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’’

আরও পড়ুন- ‘খেলা হবে’, ‘আমাকে ভয় দেখানো যাবে না’, বারাণসীতে হামলার জবাবে হুঙ্কার মমতার

সুর চড়িয়ে মমতা বলেন, অখিলেশ আর গাটবন্ধনকে জেতাতে হলে বিজেপি’কে এক ধাক্কা দিয়ে বার করে দাও৷ বিজেপি মা-বোনেদের সম্মান করতে জানে না৷ উত্তরপ্রদেশ গঙ্গায় মৃতদেহ ভাসিয়েছিল। বাংলার সরকার তাদের উদ্ধার করে অন্তিমসংস্কার করেছে৷ মমতা বলেন, ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় ছুড়ে ফেলেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে ছুড়ে ফেলুন৷ মমতার কথায়, উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে অন্ধকার সরিয়ে নতুন আলো আসবেই। মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলও ছুড়ে দেন তিনি৷ 

মমতা বলেন, ‘‘আপনারা অ্যান্টি রোমিও স্কোয়াড বানিয়েছেন৷ আমাদের ছোট ছোট ভাই বোনেদেরও নিজস্ব স্বাধীনতা আছে৷ অ্যান্টি রোমিও স্কোয়াডের নামে আপনারা মা-বোনেদের অসম্মান করেছেন৷ অথচ কোভিডে লকডাউনের সময় মাইলের পর মাইল পথে হেঁটেছে পরিযায়ী শ্রমিকরা৷ বহু শ্রমিক না খেতে পেয়ে মারা গিয়েছে৷ তাঁদের জন্য সরকার কিছু করেনি৷ ’’