‘খেলা হবে’, ‘আমাকে ভয় দেখানো যাবে না’, বারাণসীতে হামলার জবাবে হুঙ্কার মমতার

‘খেলা হবে’, ‘আমাকে ভয় দেখানো যাবে না’, বারাণসীতে হামলার জবাবে হুঙ্কার মমতার

বারাণসী: মোদী গড়ে অখিলেশ যাদবের সমর্থনে ভোট প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সন্ধ্যায় বারণসী পৌঁছন তৃণমূল সুপ্রিমো৷ বিমানবন্দর থেকে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যাআরতি দেখতে যাওয়ার পথে তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী-সমর্থক৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দেওয়া হয়৷ বৃহস্পতিবার প্রচার মঞ্চ থেকে বিজেপি’কে একহাত নিলেন তিনি৷ 

আরও পড়ুন- মমতাকে দেখতে প্রচুর মানুষ, ভয় পাচ্ছে বিজেপি! খোঁচা অখিলেশের

মমতা বলেন, গতকাল গঙ্গাঘাটে যাওয়ার সময় কিছু বিজেপি কর্মী আমার গাড়ি আটকায়৷ আমার গাড়িতে ডান্ডা মারা হয়েছে৷ গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে৷ আর ওরা আমাকে বলে, আপনি ফিরে যান৷ তখনই বুঝেছি ওরা এবার বিদায় নিচ্ছে৷ আমাকে এত সহজে ভয় দেখানো যাবে না৷ আমি ভীতু নই, আমি লড়াকু৷ আমি সারা জীবন লড়াই করেছি৷ আমাকে সিপিএম অনেক মেরেছে, আমার উপর গুলি চালিয়েছে, কিন্তু আমি কোনও দিনও মাথা নত করিনি৷

মমতা আরও বলেন, গতকাল যখন ওরা আমাকে গালি দিচ্ছল, তখন আমি গাড়ি থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়েছিলাম৷ আমিও দেখতে চেয়েছিলাম ওরা কী করতে পারে৷ ওদের কতটা শক্তি, কতটা সাহস৷ খোঁচা দিয়ে মমতা বলেন, আপনারা আসলে ভীতু৷ আমি ওদের বলেছি, এত গালি দেওয়ার জন্য, আমার গাড়িতে হামলা করার জন্য তোমাদের ধন্যবাদ৷ কেননা ওদের আচরণ থেকেই স্পষ্ট, বিজেপি হারছে৷ নাহলে আমার উপর হামলা করবে কেন? আমাকে যদি এত ভয় পাও, তাহলে এক দফা নয় ১০০০ দফা এখানে আসব৷  যোগীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার সঙ্গে এক গুণ্ডামী করবেন না যোগীজি৷  কোনওটাই সস্তা নয়৷ খেলা হবে৷