চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলেছেন ভারতীয়রা! সমীক্ষায় অবাক তথ্য

চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলেছেন ভারতীয়রা! সমীক্ষায় অবাক তথ্য

8874cdb099db72fb83c472d5c17ef177

নয়াদিল্লি: হয় বেতন পছন্দ নয়, কিংবা কাজ। অনিচ্ছাকৃত যে চাকরি এতদিন ধরে করে আসছেন সেটাই এখন ছেড়ে দিচ্ছেন ভারতীয়রা। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে যে, দেশের একটা বড় অংশের মানুষ চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলেছেন। প্রায় ৪৫ কোটির বেশি ভারতীয় এই তালিকায় পড়েন। এই তথ্য রীতিমত চাঞ্চল্যকর। এও জানা গিয়েছে, পুরুষদের থেকে মেয়েরা চাকরির ইচ্ছা হারিয়ে ফেলছে।

আরও পড়ুন- ভিনগ্রহের বাসিন্দাদের সাংকেতিক আমন্ত্রণ নাসার, আতঙ্কে বিজ্ঞানীদের একাংশ

মুম্বইয়ের এক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেড’ সম্প্রতি এই সমীক্ষা চালিয়েছে। তাদের রিপোর্ট অনুসারে, সঠিক চাকরির অভাবে হতাশ কয়েক লক্ষ ভারতীয়। পরিস্থিতি এমন যে নতুন চাকরিও তারা খুঁজতে চাইছে না কারণ নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। এদিকে যারা পুরনো চাকরি করছেন তারা সেটাতেই থেকে যাচ্ছেন কম বেতনে কারণ অন্য কোনও উপায় পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা চাকরির বিষয় থেকে নিজেদের দূরে রাখতে শুরু করেছেন। এমন চলতে থাকলে চাকরির বাজার থেকে মহিলা কর্মী বিরাট হারেই কমে যাবে আগামী কয়েক বছরে, এমনই আশঙ্কা।

তথ্য বলছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে চাকরি খোঁজার বিষয় থেকে আগ্রহ হারিয়েছেন প্রায় ৬০ শতাংশ মানুষ। শ্রমে অংশগ্রহণের হার কমে চলে এসেছে ৪০ শতাংশে। অন্যদিকে এই সময়ে কর্ম ক্ষেত্র থেকে বেরিয়ে গেছেন প্রায় ২ কোটি মহিলা। সিএমআইই জানাচ্ছে, বর্তমানে দেশে আইনত কাজের বয়সীদের সংখ্যা ৯০ কোটি হলেও প্রায় ৪৫-৪৬ কোটি চাকরি করতে চাইছেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *