নয়াদিল্লি: আন্তর্জাতিক স্তরে আবার চরম অস্বস্তিতে পড়ল ভারত। বিশ্ব ক্ষুধা সূচকে ৬ ধাপ পিছিয়ে গেল আমাদের দেশ। ভারতের আগে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশ, নেপালের মতো দেশ। বর্তমানে ১২১ টি দেশের মধ্যে ভারত ১০০-র ওপরে রয়েছে। এশিয়ার মধ্যেই শুধু আফগানিস্তান ভারতের থেকে পিছিয়ে। ভারতের স্কোর ২৯.১।
আরও পড়ুন- ‘নিরপরাধ মানুষের মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়’, রাষ্ট্রপুঞ্জে ‘বন্ধু’ রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের
সম্প্রতি বিশ্ব ক্ষুধা সূচকের যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে, ভারতের স্থান হয়েছে ১০৭ নম্বর। এদিকে পাকিস্তান রয়েছে ৯৯ স্থানে, শ্রীলঙ্কা ৬৪ তম স্থানে। এছাড়া বাংলাদেশ, নেপাল এবং মায়ানমার যথাক্রমে ৮৪, ৮১ এবং ৭১ স্থানে রয়েছে। মূলত চারটি উপাদান এই সূচকের ওপর ভিত্তি করে। অপুষ্টি, শিশুদের বেড়ে ওঠায় বাধা, অপচয় এবং শিশুদের মৃত্যুহার। সব মিলিয়ে ভারতের অবস্থান যে খুব একটা ভালো নয় তা আরও একবার পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে ভারতের থেকেও খারাপ অবস্থায় কারা রয়েছে? তা দেখে নেওয়া যাক।
আফগানিস্তান তো বটেই, ভারতের থেকে পিছিয়ে রয়েছে লেসোথো, লাইবেরিয়া, নাইজার, হাইতি, কঙ্গো, মাদাগাস্কার, ইয়েমেনের মতো দেশ। উল্লেখ্য, দেশের কেন্দ্রীয় সরকার গত বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল। বলা হয়েছিল, সেই রিপোর্ট সঠিক তথ্য প্রকাশ করেনি। তবে এবার সেই কার্যত একই শোচনীয় অবস্থা ধরা পড়ল। তাই স্বাভাবিকভাবেই দেশের বিরোধী শিবির কেন্দ্রের সমালোচনা শুরু করেছে।