নয়াদিল্লি: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কার্যত নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল নয়াদিল্লি৷ যুদ্ধ থামাতে দু’পক্ষকে আলোচনায় বসার আর্জি জানালেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কোনও বিবৃতি দেয়নি৷ কিন্তু, আকাশপথে ইউক্রেনের রাজধানী কিয়েভের নানা প্রান্তে রুশ সেনা হামলা শুরু করার পরেই বিবৃতি দিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাষ্ট্রপুঞ্জে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিল নয়াদিল্লি। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, “যে ভাবে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে এবং পরিকাঠামোগুলি ধ্বংস করা হচ্ছে, তা বিশ্বের কোনও দেশই মেনে নেবে না।”
আরও পড়ুন- পনেরোটি নিম্নচাপ, ৫টি ঘূর্ণিঝড়! প্রকৃতির তাণ্ডবে শুধু বাংলাদেশেই মৃত ১৪ হাজার, গৃহহীন ২ লক্ষ
কূটনৈতিক সূত্রে বলা হচ্ছে, ক্রমশ ইউক্রেনের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে৷ এই অবস্থায় খানিকটা অন্ধের মতোই রাষ্ট্রপুঞ্জে বারবার রাশিয়ার প্রতি আনুগত্যের বার্তা দেওয়াটা ভারতকেও প্রবলভাবে বিড়ম্বনায় ফেলছে। তবে এরই মধ্যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ভারসাম্যের কূটনীতিও বহাল রাখতে হচ্ছে ভারতকে। মঙ্গলবারই রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে জয়শঙ্কর বলেছিলেন, আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি যখন ভারতকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছিল, তখন সেই বিপদের দিনে মস্কোই নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার প্রতি বন্ধুত্বের গভীরতা ব্যখ্যা করে তাদের বিরুদ্ধেই রাষ্ট্রপুঞ্জে ভোট দেওয়াটাই ভারসাম্যের কূটনীতি৷
গতকাল রাতে ইউক্রেনের চারটি অঞ্চলকে অবৈধ ভাবে রাশিয়ায় সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয় রাষ্ট্রপুঞ্জে। সেই প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানিয়েছিল মস্কো। কিন্তু, রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধে ভোট দেয় ভারত। পাশাপাশি ভোট দেয় আরও একশোটিরও বেশি দেশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>