নয়াদিল্লি: দেশে উঠে গিয়েছিল কোভিড বিধি। চতুর্থ ঢেউয়ের একটা আশঙ্কা থাকলেও অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। তবে আপাতত দেশের কোভিড গ্রাফ যথেষ্ট অনিয়ন্ত্রিত বলেই মনে হচ্ছে। সংক্রমণ এবং মৃত্যু হার নিয়ে একটা চিন্তা থেকেই গিয়েছে। বিগত কয়েক দিনে ব্যাপক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন- কোথাও যাওয়া হবে না শঙ্করের, উল্টে আদালতের নির্দেশে আফ্রিকা থেকে আসছে সঙ্গিনী
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৮ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১৫ হাজার ৮৯৯। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৩৩২ জন। দেশের সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। একই সঙ্গে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৯৮ কোটি ৫১ লক্ষের বেশি ডোজ।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজের নিয়ম বদল করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পরে নেওয়া যেত করোনার বুস্টার ডোজ। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। এই নতুন নিয়ম প্রসঙ্গে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ থেকে আসা পরামর্শের ভিত্তিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।