দেশের কোভিড গ্রাফে বদল, কিঞ্চিৎ কমল অ্যাকটিভ কেস

দেশের কোভিড গ্রাফে বদল, কিঞ্চিৎ কমল অ্যাকটিভ কেস

নয়াদিল্লি: দেশের কোভিড গ্রাফ মোটামুটি একই জায়গায় বিরাজ করছে। এদিনও দৈনিক আক্রান্ত ৩ হাজারের ওপর রয়েছে। তবে সামান্য কমেছে অ্যাকটিভ কেস। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। অন্যদিকে দৈনিক মৃত্যুর সংখ্যা আশঙ্কা বৃদ্ধি করছে। তাই সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা।

আরও পড়ুন- নমোর চোখে ‘কালা চশমা’! এই স্মার্টগ্লাসে চোখ রেখে কী দেখা যায়? জানেন দাম কত?

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৭৫ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ হাজার ৪৪৪ জন। এদিকে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৬৭৩ জন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের বেশিই। এই মুহূর্ত পর্যন্ত দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৩৭০ জন। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে প্রায় ২১৮ কোটি ৭৫ লক্ষের বেশি ডোজ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৬ লক্ষ ২৯ হাজার মানুষ।

এদিকে ডেঙ্গি নিয়েও দেশের ভয় বাড়ছে। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও মশা বাহিত রোগের বাড়াবাড়ি দেখা গিয়েছে ইতিমধ্যেই। ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে মোট আক্রান্তের সংখ্যা। এরই মাঝে আবার নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জেলার বাইরে যাওয়া নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =