নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান৷ মুকেশ অম্বানীর জিও-র হাত ধরে ভারতে ঢুকে পড়ল ফাইভ জি প্রযুক্তি। শনিবার রাজধানী দিল্লিতে ফাইভ জি পরিষেবার উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীকে দেখা গেল কালো চশমা চোখে৷ তবে এটা সাধারণ কোনও চশমা নয়৷ ওই চশমা পরেই মোদী বুঝলেন ফাইভ-জি পরিষেবার কেরামতি। জানেন, এই চশমার রহস্য কী?
আরও পড়ুন- 5G পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেল মোদীর রাজ্য, ব্রাত্য উত্তর-পূর্বের শহরগুলি
শনিবার এই চশমা পরেই প্রধানমন্ত্রী বুঝে নেন ফাইভ-জি প্রযুক্তির মাধ্যমে ঠিক কী কী কাজ করা যাবে৷ রিলায়েন্সের ২০২২-এর বাৎসরিক বৈঠকেই প্রথম প্রকাশ্যে আসে এই জিয়ো গ্লাস। প্রযুক্তির জগতে এই ধরনের চশমা ‘স্মার্ট গ্লাস’ নামেও পরিচিত। থ্রি-ডি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল জগতকে একেবারে চোখের সামনে তুলে ধরে এই চশমা। টিভি বা অন্যান্য মাধ্যমে চোখের সঙ্গে পর্দার একটা দূরত্ব থাকে৷ যা আমাদের দেখার অনুভূতির উপর প্রভাব ফেলে। কিন্তু চোখে থ্রি-ডি প্রযুক্তি সম্পন্ন স্মার্ট চশমা লাগিয়ে যদি আপনি টিভি বা অন্যান্য মাধ্যমে চোখ রাখেন, তাহলে আপনার দেখার অনুভূতিটাই যেন বদলে যাবে। এক কথায়, এই জিয়ো গ্লাস চোখে পরলে আলাদা করে পর্দার দিকে তাকানোর আর প্রয়োজন পড়বে না৷ ওই চশমাতেই দিব্য সব কিছু দেখতে পারবেন আপনি।
জিয়ো গ্লাসের ওজন প্রায় ৭৫ গ্রাম। এতে শুধু দেখার ব্যবস্থাই নেই, রয়েছে ডিজিটাল অডিয়ো প্রযুক্তি৷ ফলে শোনাও যায়। মূলত, ই-লার্নিং, সংবাদমাধ্যম, বিনোদন, গেমিং এবং কেনাকাটার কাজে এই স্মার্ট চশমা ব্যবহার করা হয়ে থাকে। স্মার্টফোনের সঙ্গে শুধু ব্লু-টুথের মাধ্যমে সংযোগস্থাপন করলেই হল৷ আলাদা করে আর ফোন হাতে ধরে থাকতে হবে না৷ জিয়ো গ্লাসই হয়ে উঠবে স্ক্রিন। তাহলে কি অন্যান্য কাজ করা যাবে না? তেমনটা কিন্তু নয়৷ সেখানে ফোন করা, ফোন ধরা, বার্তা পাঠানোর কাজ করা যাবে অনায়াসেই৷ ক্যামেরা থেকে শুরু করে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে যা যা করে থাকেন, সবটাই করা সম্ভব হবে৷ আর দাম? বিভিন্ন অনলাইন দোকানে জিয়ো গ্লাসের ন্যূনতম দাম পড়বে ৫ হাজার টাকা৷ সর্বোচ্চ ১৫ হাজার হতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>