সন্তান জন্মের ক্ষেত্রে স্ত্রীকে বাধ্য করা যায় না, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

সন্তান জন্মের ক্ষেত্রে স্ত্রীকে বাধ্য করা যায় না, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

মুম্বই: গর্ভপাত নিয়ে এক মামলার শুনানিতে কিছুদিন আগেই বড় পর্যবেক্ষণ করেছিল সুপ্রিম কোর্ট। এবার সন্তান জন্ম দেওয়ার বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল বম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার জন্য স্ত্রীকে জোর করতে পারেন না স্বামী। শীর্ষ আদালতের বিচারপতি অতুল চন্দুরকর এবং উর্মিলা জোশী-ফালকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এক জন মহিলাকে সন্তান জন্মদানে বাধ্য করা যায় না।

আরও পড়ুন – ৯ মাস পর নতুন CDS পেল ভারত, জানুন লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহানের সেনা জীবন

সম্প্রতি বম্বে হাইকোর্টে এক মামলায় প্রশ্ন তোলা হয় যে, কোনও মহিলা তাঁর স্বামীর অনুমতি ছাড়াই গর্ভপাত করালে তা হিন্দু বিবাহ আইন অনুযায়ী হিংসা বলে গণ্য হবে কিনা। সেই মামলার প্রেক্ষিতেই আদালতের রায়, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে স্ত্রীকে জোর করতে পারে না স্বামী। স্ত্রীকে কোনও ভাবেই বাধ্য করা যাবে না এই ব্যাপারে। এ ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুযায়ী এই বিষয়টি মহিলাদের ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। আসলে এক কর্মরত মহিলার বিরুদ্ধে তাঁর স্বামী হিংসার অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন জানান। আদালতে অভিযোগ করেন, দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হলে স্বামীকে না জানিয়েই গর্ভপাত করান তিনি। এই মামলাতেই বম্বে হাইকোর্ট এই রায় দিয়েছে।

সপ্তাহখানেক আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিত মহিলারা সুরক্ষিত ও আইনি গর্ভপাত করাতে পারেন। এদিকে বিবাহিত মহিলারা যদি জোরপূর্বক যৌনমিলনের দ্বারা গর্ভবতী হন তাহলে তারাও এই অধিকার পাবে। আদালতের স্পষ্ট রায়, ধর্ষণ মানে সম্মতি ছাড়া যৌন মিলন। বিবাহিত মহিলারাও এর শিকার হতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিবাহিত মহিলারাও ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য হন। সেক্ষেত্রে গর্ভপাতের অধিকার থেকে তারা বঞ্চিত হতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =