উত্তরাখণ্ডে প্রবল তুষার ধস, চাপা পড়ে মৃত অন্তত ১০, বাঙালি পর্বতারোহী-সহ নিখোঁজ ১৮

উত্তরাখণ্ডে প্রবল তুষার ধস, চাপা পড়ে মৃত অন্তত ১০, বাঙালি পর্বতারোহী-সহ নিখোঁজ ১৮

দেরাদুন: উত্তরাখণ্ডে প্রবল তুষার ধসে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের৷ তাঁদের মধ্যে চারজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ বাকিদের খোঁজ চলছে৷উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার নবমীর সকালে উত্তরকাশিতে দ্রৌপদী কা ডান্ডা ২ শৃঙ্গে ভয়াবহ তুষারধস নামে৷ আটকে পড়ে ৪১ জন সদস্যের একটি পর্বতারোহীর দল। এর মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে৷ এর মধ্যে রয়েছেন তিনজন বাঙালি পর্বতারোহীও৷ এই ৩ বাঙালি পর্বতারোহী হলেন- সৌরভ বিশ্বাস, অমিত কুমার সাউ এবং সন্দীপ সরকার।
 

আরও পড়ুন- ষষ্ঠীতেই বোধন ৫জি-র, কবে থেকে মিলবে পরিষেবা, খরচই বা কত? জানুন খুঁটিনাটি

তুষারধসের খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করে রাজ্যের বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মী ও ভারতীয় সেনার জওয়ানরা। এনআইএম-এর অধ্যক্ষ কর্নেল অমিত বিষ্ট বলেন, এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪ টি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান,  ৪১ সদস্যের একটি দল ১৭ হাজার ফুট উপরে তুষারধসে আটকে পড়েছিল। এখনও অনেকেই নিখোঁজ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে৷  

বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, পাঁচজন এসডিআরএফ কর্মী এবং এনআইএম-এর তিনজন প্রশিক্ষকের একটি দল অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তার জন্য ইনস্টিটিউটের ডোকরানি বামাক হিমবাহ বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসডিআরএফ। গতকাল সারাদিন উদ্ধারকার্য চললেও রাতের দিকে ফের ভয়ঙ্কর তুষারপাত হয়৷ যার জেরে উদ্ধারকার্য বন্ধ রাখা হয়।