ষষ্ঠীতেই বোধন ৫জি-র, কবে থেকে মিলবে পরিষেবা, খরচই বা কত? জানুন খুঁটিনাটি

ষষ্ঠীতেই বোধন ৫জি-র, কবে থেকে মিলবে পরিষেবা, খরচই বা কত? জানুন খুঁটিনাটি

নয়াদিল্লি: মা দুর্গার বোধনে ভারতে আনুষ্ঠানিক ভাবে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রাথমিক ভাবে ১৩টি শহরে মিলবে এই পরিষেবা৷ ধাপে ধাপে তা গোটা দেশে ছড়িয়ে পড়বে৷ কিন্তু প্রশ্ন হল ৫জি পরিষেবা মানুষের জীবনে কী কী পরিবর্তন আনবে? দেখে নেওয়া যাক-
দুরন্ত গতি- 

•    ৪জি-র চেয়ে নেট স্পিড অনন্ত ১০ গুণ বেশি
•    ৪জি ১৪০ এমবিপিএস পর্যন্ত স্পিড দেয়৷ সেখানে ৫জি দেবে ১০ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড৷
•    ৪জি-তে আপলোড স্পিড ৫০ এমবিপিএস, ৫-তে ১ জিবিপিএস
•    ৫জি পরিষেবায় কয়েক সেকেন্ডের মধ্যেই এইচডি মুভি ডাউনলোড করা সম্ভব৷ 
•    ফোনের সঙ্গে জোড়া যায় একাধিক ডিভাইস৷ 

কলকাতায় কবে থেকে মিলবে এই পরিষেবা? 

•    শনিবার আনষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেলেও এখনই ৫জি পরিষেবা মিলছে না৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল জানিয়েছে ৫জি পরিষেবা মিলবে দিওয়ালিতে৷ তবে ভোডাফোন কবে ৫জি পরিষেবা বাজারে আনবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি৷ 
•     কলকাতার পাশাপাশি প্রথম দফায় ৫জি পরিষেবা শুরু হবে- দিল্লি, আমেদাবাদ, জামনগর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম, লখনউ, হায়দরবাদ, মুম্বই এবং পুনে। 

সব ফোনেই কি মিলবে ৫জি স্পিড? 

•     ৫জি পরিষেবা পাওয়ার জন্য হাই-এন্ড ফোন প্রয়োজন৷ 
•     আপনার হাতে থাকা ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে কিনা, তা সেটিংসে গিয়ে দেখে নিতে হবে
•     আপনার স্মার্ট ফোন ৪জি সাপোর্টেড হলে তাতে ৫জি সিম ব্যবহার করা যাবে, কিন্তু স্পিড পাবেন সেই ৪জি-রই
•    শোনা যাচ্ছে, ৫জি সাপোর্টেড ফোনের সঙ্গে ৫জি সিমকার্ডের কম্বো প্যাক আনতে চলেছে৷ যার দাম পড়বে প্রায় ১২ হাজার টাকা৷ 

৫জি পরিষেবার খরচ কত? 

   
•    ৫জি পরিষেবা পাওয়ার জন্য কত খরচ হবে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ৪জি-র তুলনায় খরচ একটু বেশি হবে বলেই সূত্রের খবর৷ 
•     গ্রাহকদের আকৃষ্ট করতে ৪জি-র দামও বাড়ানো হতে পারে৷ সেক্ষেত্রে অনেকেই একটু বেশি খরচ করে ৫জি পরিষেবা নিতে আগ্রহী হবেন৷ 
এর জন্য কি নতুন টাওয়ার বসবে?

•     বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে যে রেডিয়ো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, তাতেই ৫জি পরিষেবা চলতে পারে৷ ফলে নতুন টাওয়ারের প্রয়োজন হবে না৷ 

ইন্টারনেট দুনিয়া বিপ্লব আনবে ৫জি? 
•     ৫জি পরিষেবায় মুহূর্তের মধ্যে কোটি কোটি ডিভাইস ও তথ্য শেয়ার করা যাবে৷ 
৫জি পরিষেবার জন্য কি নতুন সিমকার্ড লাগবে? 
•    এখনও এই বিষয়টি স্পষ্ট নয়৷ 
•     তবে সিম বদলের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে জিও এবং এয়ারটেল৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =