দুর্ঘটনা, আচমকাই চলে গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান

দুর্ঘটনা, আচমকাই চলে গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান

মুম্বই: পথ দুর্ঘটনায় প্রয়াত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সাইরাসের গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। মাঝ রাস্তাতেই ঘটে এই দুর্ঘটনা।

আরও  পড়ুন- আবার কিছুটা বাড়ল দেশের কোভিড গ্রাফ, সক্রিয় রোগী প্রায় ৫৭ হাজার

মুম্বই পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে নিজের মার্সিডিজ গাড়ি করেই আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস মিস্ত্রি। সওয়া ৩টে নাগাদ পালঘরের কাছে এক ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দু’জন ছিলেন, তাঁরা এখন গুজরাতের একটি হাসপাতালে ভর্তি। প্রাথমিক অনুমান করে পুলিশ বলছে যে এটি নিতান্তই এখন দুর্ঘটনা। যদিও ঠিক কী ভাবে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারল তার তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। সেই বছরই দায়িত্বে আসেন সাইরাস মিস্ত্রি। ২০১৬ সাল পর্যন্ত সাইরাস ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান। সেই সময়ে টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে। তবে পরবর্তী সময়ে টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না সাইরাস। এই ইস্যু নিয়েই আদালতে সংঘাতে জড়াতে দেখা গিয়েছিল টাটা এবং সাইরাসকে। তাঁর দাবি ছিল আইন মেনে তাঁকে সরানো হয়নি। পরে এই মামলার জল অনেক দূর গড়ায়। মাঝে সাইরাসের পক্ষে রায় এলেও পরে সুপ্রিম কোর্ট জানায় তাঁর অপসারণ নিয়ম মেনে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =