আবার কিছুটা বাড়ল দেশের কোভিড গ্রাফ, সক্রিয় রোগী প্রায় ৫৭ হাজার

আবার কিছুটা বাড়ল দেশের কোভিড গ্রাফ, সক্রিয় রোগী প্রায় ৫৭ হাজার

নয়াদিল্লি: দেশের কোভিড গ্রাফ আজ কিছুটা বেড়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ ফের ৭ হাজারের ওপরে উঠেছে গত ২৪ ঘণ্টায়। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। অন্যদিকে অ্যাকটিভ কেস কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা।

আরও পড়ুন- পরিচারিকার উপর অকথ্য অত্যাচার, বাধ্য করা হয় মূত্র চাটতে, গ্রেফতার BJP-র সেই নেত্রী

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২১৯ জন। আবার একদিনে সুস্থ হয়েছে ৯ হাজার ৬৫১ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৬৫ হাজার ০১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৫৬ হাজার ৭৪৫ জন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ২১৩ কোটি ০১ লক্ষের বেশি ডোজ। আর গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৩০ হাজারের বেশি ডোজ। এতদিনে মোট মৃত্যু হয়েছে, ৫ লক্ষ ২৭ হাজার ৯৬৫ জনের।

এদিকে জানা গিয়েছে, ভারতের ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের মোট সংখ্যার প্রায় ৭৭ কোটির মধ্যে মাত্র ১২ শতাংশ নিয়েছেন কোভিডের বুস্টার টিকা। এমনকি এও জানা গিয়েছে, দেশের একাধিক রাজ্যে বুস্টার টিকাদানের হার ১১ শতাংশ কিংবা তার চেয়েও কম। এইসব রাজ্যগুলির মধ্যে আছে গোয়া, পঞ্জাব, হরিয়ানা। সরকারি তথ্য এটাও বলছে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে সবচেয়ে বিপজ্জনক বয়ঃসীমার প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে মাত্র ৩৫ শতাংশ বুস্টার টিকা নিয়েছেন। সুতরাং এক কথায়, ভারতে কোভিড বুস্টার টিকা নেওয়াতে ব্যাপক অনিচ্ছা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =