নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় লাগাতার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবারও দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর প্রতিবাদে এদিনও রাজধানীতে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা-কর্মীরা৷ পুলিশও বিক্ষোভকারীদের হঠাতে তৎপর৷ এরই মাঝে বিতর্কে জড়ালের কংগ্রেস নেত্রী নেট্টা ডি’সুজা।
আরও পড়ুন- NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু, জেনে নিন পরিচয়
এদিন নেট্টা সহ বিক্ষোভকারী কংগ্রেসের নেতা-কর্মীদের জোড় করে নিয়ে গিয়ে বাসে আটক করে পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের গায়ে থুথু ছেটান নেট্টা৷ মহিলা কংগ্রেসের কার্যকরী সভাপতির এই আচরণে বিতর্কের ঝড় উঠেছে৷ এই ঘটনার পর সোনিয়া কিংবা রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন কি? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এদিকে এদিন টুইট করে নেট্টা বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তিনি একটি ভিডিয়ো পোস্ট করে পাল্টা দাবি করেন যে, পুলিশই তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে।
#WATCH | Mahila Congress President Netta D’Souza spits at police personnel during a protest with party workers in Delhi against ED for questioning Congress leader Rahul Gandhi in the National Herald case. pic.twitter.com/cPBIntJq1p
— ANI (@ANI) June 21, 2022
এদিকে নেট্টার কীর্তির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সংবাদ সংস্থা এএনআই-এর তফে সেই ভিডিয়োটি টুইট করা হরেছে। তাতে দেখা গিয়েছে, আন্দোলনরত কংগ্রেস নেত্রী নেট্টাকে পুলিশ জোর করে বাসে তুলছে। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে থুথু ছেটান তিনি। এই ঘটনায় দিল্লি পুলিশ বা কংগ্রেসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
কয়েক মাস আগেও শিরোনামে এসেছিলেন নেট্টা৷ বিমান যাত্রার সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছিলেন এই কংগ্রেস নেত্রী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>