আগরতলা: আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নতুন দায়িত্ব দিতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, তাঁকে রাজ্যসভায় পাঠাতে চলেছে গেরুয়া শিবির। বিপ্লব দেবকে সম্প্রতি বিজেপির হরিয়ানা রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা জানান হয়েছে। এই নিয়ে টুইটও করেছেন খোদ বিপ্লব।
আরও পড়ুন- মমতার ৬ আত্মীয়ের সম্পত্তি বৃদ্ধি মামলা, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছিল না বিপ্লব দেবের। তাই রাজ্যের নির্বাচনের আগেই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। পরে নয়া দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখন তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদ যাওয়ার পর কার্যত ‘লঘু’ দায়িত্ব পেয়েছিলেন বিপ্লব। অনেকের ধারণা ছিল, সেই কারণে তাঁর ক্ষোভ বাড়ছিল দলের প্রতি। তাই এখন তাঁর ক্ষোভ প্রশমিত করতেই বিজেপি তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিপ্লব নিজে টুইট করে জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তিনি ভীষণ কৃতজ্ঞ যে তাঁকে তাঁরা রাজ্যসভায় পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরাবাসীর জন্য কাজ করতে এবং তাদের উন্নয়নে তিনি বদ্ধপরিকর।”
Gratitude to PM Shri @narendramodi Ji,@BJP4India President Shri @JPNadda Ji & Home Minister Shri @AmitShah Ji for nominating me as a BJP candidate for Rajya Sabha MP from Tripura.
I am committed to work for the development and welfare of Tripura and it’s people. pic.twitter.com/7K4ZloW1Vt
— Biplab Kumar Deb (@BjpBiplab) September 9, 2022
প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ মার্চ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিপ্লব দেব। তবে মেয়াদ পূরণের আগেই তাঁকে সরিয়ে দেয় বিজেপি। ২০২২ সালের ১৪ মে তাঁকে সেই পদ থেকে সরিয়ে আনা হয় মানিক সাহাকে। বর্তমানে তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী।