দিল্লি পুরসভায় কী হাল হবে বিজেপির? বুথ ফেরত সমীক্ষা যা বলছে

দিল্লি পুরসভায় কী হাল হবে বিজেপির? বুথ ফেরত সমীক্ষা যা বলছে

bjp

নয়াদিল্লি: গুজরাট নির্বাচনে গেরুয়া ঝড় উঠতে পারে এমন ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু দিল্লিতে কী হতে চলেছে? সমীক্ষা বলছে, দিল্লি পুরসভাতে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। আর বাজিমাত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবারের নির্বাচনে যথেষ্ট ভালো ফল করবে কেজরির দল।

আরও পড়ুন- সাত সকালে পুরীর কাছে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল ঢাকা-সহ বাংলাদেশের একটা অংশ

২৫০ আসনের দিল্লি পুরসভায় গরিষ্ঠতা পেতে গেলে ১২৬ টি আসনের প্রয়োজন। সেই ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১ টি আসন, বিজেপি পেতে পারে ৬৯-৯১ টি আসন আর কংগ্রেসের জুটবে ৩-৭ আসন। ইটিজি-টিএনএন-এর সমীক্ষা অনুযায়ী আপ পাচ্ছে ১৪৬-১৫৬ টি আসন, বিজেপি পেতে চলেছে ৮৪-৯৪ টি আসন এবং কংগ্রেস ৬-১০ আসন। জন কি বাত-এর জনমত সমীক্ষা আপ’কে দিয়েছে ১৫৯-১৭৫ টি আসন, বিজেপি পেতে চলেছে ৭০-৯২টি আসন এবং কংগ্রেস ৪-৭টি আসন। এতএব বোঝাই যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার ফল বাস্তবায়িত হলে তা গেরুয়া শিবিরের জন্য খুব একটা ভালো হবে না। আর কংগ্রেস গুজরাটের মতো এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে।

আর গুজরাটে শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আপাতত যদি এক্সিট পোলের কথা ধরা যায় তাহলে গুজরাট হচ্ছে গেরুয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের বুথফেরত সমীক্ষা বলছে, ১৮২ আসন-বিশিষ্ট বিধানসভায় ১৬৭ টি আসন জিততে পারে বিজেপি। অর্থাৎ একেবারে গেরুয়া ঝড়। আর আম আদমি পার্টি কংগ্রেসকেও ছাপিয়ে যাবে। বলতেই হচ্ছে, সমীক্ষার হিসেব বাস্তবে মিলে গেলে আসন্ন লোকসভার আগে আবার চাপ বাড়বে কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =