ভোপাল: কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের গোষ্ঠীকোন্দলের খবর এমন বড় কিছু নয়। বিভিন্ন রাজ্যেই এমন ঘটনা ঘটে। কোন্দলের জেরে সংঘর্ষ, বাদানুবাদের মতো ঘটনাও অস্বাভাবিক কিছু নয়। তবে এটা যা হল তা অবাক করার মতোই বিষয়। রাগে জেলা সভাপতির পোস্টারে প্রকাশ্যে প্রস্রাব করলেন বিজেপির এক নেতা! সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বিরাট অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির।
আরও পড়ুন: কেমন আছেন তিনি? পার্থর কথা মনে পড়ছে বিমানের
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিজেপি নেতা শৈলেন্দ্র সিং ভাদুড়িয়া এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে সম্প্রতি মেহগাঁও জনপদ পঞ্চায়েতের জেলা সহ সভাপতি করা হয়। পঞ্চায়েতের নতুন জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হন দেবেন্দ্র সিং নরওয়ারিয়া। বুধবার তিনি প্রথমবার ওই জেলায় আসায় তাঁকে স্বাগত জানান হয় দলের পক্ষ থেকে। এতদূর সব ঠিক ছিল। কিন্তু সেদিন রাতেই একটি টোল প্লাজার ক্যামেরায় ধরা পড়ে শৈলেন্দ্রর ‘কীর্তি’। দেখা যায়, গাড়ি থেকে নেমে প্রথমে ওই নেতার ব্যানার টেনে রাস্তায় ফেলেন তিনি। তারপর তার ওপর প্রস্রাব করে দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
যদিও চুপ করে বসে থাকেনি গেরুয়া বাহিনী। এই কাণ্ড ঘটানোর অভিযোগে ৬ বছরের জন্য ওই নেতার প্রাথমিক সদস্যপদ কেড়ে নিয়েছে বিজেপি। একই সঙ্গে দলের পক্ষ থেকে জানান হয়েছে, এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় ও অশোভন। দল এমন আচরণ কোনওভাবেই বরদাস্ত করবে না। তবে এমন কাণ্ড কেন করলেন ওই নেতা? সকলের ধারণা, সভাপতি হতে না পারার ক্ষোভেই এমন কাজ করেছেন শৈলেন্দ্র।