কেমন আছেন তিনি? পার্থর কথা মনে পড়ছে বিমানের

কেমন আছেন তিনি? পার্থর কথা মনে পড়ছে বিমানের

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার কারণে এখন জেলে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির সঙ্গে সিবিআই মামলাও যুক্ত হয়েছে তাই কবে থেকে জামিন পাবেন বা আদৌ পাবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। রাজ্য মন্ত্রিসভা এবং তৃণমূল দল থেকে আগেই পদ গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু তিনি যে দুই ক্ষেত্রের অনেক দিনের সৈনিক তা বলাই বাহুল্য। আর তাই দুর্গাপুজো কেটে গিয়ে বিজয়ার সময়ে তাঁর কথাই খুব মনে পড়ছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানতে চান পার্থ কেমন আছেন।

আরও পড়ুন-আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট

পুজো কেটে যাওয়ার পর শুক্রবার প্রথম বিধানসভায় এসেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা ভাগ করে নেন তিনি। ঠিক এই সময়েই তাঁর মনে পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কথা। আসলে দলের গুরুত্বপূর্ণ পদ শুধু নয়, বিধানসভায় মুখ্য সচেতকের দায়িত্ব সামলেছেন তিনি। তাই এই মুহূর্তে তাঁর কথা ভীষণভাবেই মনে পড়ছে বলে জানান বিমান। তাঁর কথায়, পার্থ এখন কেমন আছেন সেটা তাঁর জানতে খুব ইচ্ছা করছে কিন্তু আইনি কিছু কারণের জন্য তা জানতে পারছেন না তিনি। এই প্রসঙ্গে বিমান এও বলেন, সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন যে তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বক্তব্য, কোনও বিধায়ক বা মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে স্পিকারের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তেমনটা হয়নি।

একাধিকবার জামিনের আবেদন করেও আপাতত জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। শেষ শুনানিতে তো এই আবেদনটাই করেননি তাঁর আইনজীবী। তাই এটাই কার্যত নিশ্চিত যে আগামী কয়েক সপ্তাহতেও জামিন পাবেন না পার্থ, থাকতে হবে জেলেই। তবে অভিযোগ যাই হোক না কেন, নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীকে নিয়ে যে বিমান বন্দ্যোপাধ্যায় চিন্তিত হচ্ছেন তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + one =