গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু, অভিযোগ যোগীরাজ্যের বিজেপি সাংসদের দিকে

গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু, অভিযোগ যোগীরাজ্যের বিজেপি সাংসদের দিকে

লখনউ: পশ্চিমবঙ্গে কিছু দিন আগেই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক শিশুর। এবার একই রকম ঘটনা ঘটল বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও। সেখানে বিজেপি সাংসদের কনভয়ের একটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৯ বছরের এক স্কুল ছাত্রের। ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সাংসদের বিরুদ্ধে এও অভিযোগ, দুর্ঘটনার পর নিজের গাড়ির ক্ষতি দেখতেই ব্যস্ত ছিলেন বিজেপি সাংসদ, শিশুর দিকে নজরই দেননি।

আরও পড়ুন- ফের নক্ষত্রপতন বলিউডে, প্রয়াত এই সুপরিচিত অভিনেতা

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই শিশুর। দুর্ঘটনার পর দ্রুত তাকে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি। এলাকাবাসীর অভিযোগ, বিজেপি সাংসদ শিশুর চিকিৎসায় কোনও উৎসাহই দেখাননি। উলটে, নিজের গাড়ির কোনও ক্ষতি হয়েছে কিনা তা দেখতেই ব্যস্ত ছিলেন। ওই সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই শিশুর পরিবার থানার দ্বারস্থ হয়েছে। তবে পুলিশ অভিযোগ নিলেও কোনও পদক্ষেপ নেয়নি বলেই দাবি।

কয়েক সপ্তাহ আগেই বাংলার মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক শিশুর। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল সাংসদের গাড়ির চালক। বিজেপি এই ঘটনায় গাড়ির গতি নিয়ে প্রশ্ন তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eleven =